কলকাতা: ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু করে মাত্র দু’মাসে প্রায় ২৫ লাখ টাকা আয় করল হাজরার কেন্দ্রীয় সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (সিএনসিআই)। এর মধ্যে ন’কোটি টাকা ইতিমধ্যেই তারা বিমা সংস্থার কাছ থেকে পেয়ে গিয়েছে। বাকি অর্থ ধাপে ধাপে মিলবে বলে সূত্রের খবর।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারের মধ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছেন। দিন দিন জনপ্রিয়তা বেড়ে চলা এই স্বাস্থ্যবিমা প্রকল্পে এখনও পর্যন্ত ১১০০ হাসপাতাল নাম নথিভুক্ত করিয়েছে। পূর্ব ভারতের সর্ববৃহৎ সরকারি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র সিএনসিআই এই প্রকল্পের উপভোক্তাদের বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছে। এখনও পর্যন্ত গত দু’মাসে ৪০১ জন উপভোক্তা চিকিৎসা পেয়েছেন বলে সোমবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।