নিজস্ব সংবাদদাতা, বারাসত: একুশের বিধানসভায় টিকিট না পেলে রাজনীতি করব না৷ স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা তথা বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত৷ একইসঙ্গে জানিয়ে দিলেন তাঁর বিজেপি যোগের জল্পনা সত্যি কিনা? উত্তর চব্বিশ পরগণার বামনগাছিতে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক চিরঞ্জিত৷ সেখানে তিনি জানিয়ে দিলেন টিকিট না পেলে সমাজসেবা করা যায়, রাজনীতি করা যায় না৷ তাই তাঁর স্পষ্ট কথা, টিকিট না পেলে রাজনীতি করবেন না তিনি৷
যদি টিকিট না পান তাহলে? তারও উত্তর দিয়েছেন তিনি৷ চিরঞ্জীত জানান, টিকিট না পেলে ছবি আঁকবেন, সিনেমা বানাবেন৷ নিজের জগতে ফিরে যাবেন তিনি৷ একইসঙ্গে বিজেপি যোগ প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, বিজেপিতে তিনি কোনওদিনই যাবে না৷ আমৃত্যু তৃণমূলেই থাকবেন তিনি৷ কারণ তিনি দলবদলু নন৷ একইসঙ্গে কাটমানি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে চিরঞ্জীত বলেন, ‘আমি তো কাটমানি নিইনি৷ অন্য কেউ নিয়েছে কিনা বলতে পারবনা৷ তাদের গিয়ে জিজ্ঞাসা করুন৷’
২০১১ সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে বারাসত থেকে ভোটে লড়েন চিরঞ্জিৎ। সে বার ব্যালট বাক্সে চমক দিয়ে জয়ী হন টলিউডের নব্বইয়ের দশকের প্রথম সারির এই নায়ক। এরপর ২০১৬ সালের নির্বাচনেও বারাসত থেকে জয়ের ধারা অটুট রাখেন অভিনেতা। বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জীত তৃণমূল সুপ্রিমোকেও স্পষ্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন৷ এখন দল তাঁকে একুশেও টিকিট দেবে কিনা সেটাই দেখার৷