গল্প রেখে সত্যিই বিবাদ নিলেন চিন্ময়

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৯ বছর। সল্টলেকে শ্রাবণী আবাসনের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এর আগে গত বছর জুন মাসে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন

6b6b23ea30fd409629687b30cad62e4d

গল্প রেখে সত্যিই বিবাদ নিলেন চিন্ময়

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৯ বছর। সল্টলেকে শ্রাবণী আবাসনের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এর আগে গত বছর জুন মাসে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। ১৯৪০ সালে তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিলেন চিন্ময় রায়। তপন সিংহ পরিচালিত গল্প হলেও সত্যি ছবিতে তাঁর অভিনয় সবার মনে দাগ কেটে যায়। এছাড়াও গুপী গাইন বাঘা বাইন, বসন্ত বিলাপ, চার মূর্তি, ধন্যি মেয়ে, হাটেবাজারে, শ্রীমান পৃথ্বীরাজ, ননী গোপালের বিয়ে, ঠগিনীর মতো বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *