বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার সন্দেহভাজন চিনা নাগরিক, বাজেয়াপ্ত ল্যাপটপ-পাসপোর্ট

বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার সন্দেহভাজন চিনা নাগরিক, বাজেয়াপ্ত ল্যাপটপ-পাসপোর্ট

কলকাতা:  ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক চিনা নাগরিককে গ্রেফতার করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)৷ ৩৫ বছরের ওই চিনা নাগরিকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পরই তাঁকে গ্রেফতার করা হয়৷ মালদহের কালিয়াচক থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ এই এলাকাটি এক কথায় জাল নোটের করিডর হিসাবে পরিচিত৷ এছাড়াও নানা অপরাধমূলক কাজ হয়ে থাকে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কালিয়াচকে৷ 

আরও পড়ুন- ‘কৃষক বন্ধু’ প্রকল্পে অনুদানে অর্থ এবার দ্বিগুণ, অনুমোদন মন্ত্রিসভায়

ওই চিনা নাগরিকের কাছ থেকে পাসপোর্ট, ল্যাপটপ এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে৷ জানা গিয়েছে তাঁর নাম হান জুনুই৷ তবে অন্য কোনও তথ্য এখনও জানা যায়নি৷ কী উদ্দেশে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে৷ এদিন সকাল ৬টা নাগাদ বাংলাদেশ লাগোয়া মিরিক সুলতানপুর এলাকায় হান জুনুইকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষ৷ সন্দেহ হওয়ার তারা সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের বিষয়টি জানান৷ এর পরেই ওই চিনা নাগরিককে আটক করা হয়৷ পরে তাঁকে গ্রেফতার করে বিএসএফ৷ সিনিয়র অফিসার জানান, ‘‘আজ সকাল ৭টাও ওই চিনা নাগরিককে গ্রেফতার করা হয়৷ তাঁকে কালিয়াচক পোস্টে আনা হয়েছে৷ অন্যান্য এজেন্সিকেও খবর দেওয়া হয়েছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷’’

অফিসার আরও জানান, ওই চিনা নাগরিক ইংরেজি না জানায় কথোপকথনে সমস্যা দেখা দেয়৷ এর পরেই মান্দারিন জানা এক অফিসারকে খবর দেওয়া হয়৷ আপাতত বিএসএফ ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদ করছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিনি বাংলদেশে এসেছিলেন৷ কোনও ভাবে ভারতে ঢুকে পড়েছেন৷ যদিও গোয়েন্দাদের অনুমান কোনও অসৎ উদ্দেশেই এখানে এসেছেন তিনি৷ পরীক্ষা করে দেখা হচ্ছে তাঁর ল্যাপটপও৷ হান একাই সীমান্ত পেরিয় ভারতে ঢুকেছে, নাকি তাঁর সঙ্গে অন্য কেউ আছে তাও জানার চেষ্টা চলছে৷ 

অন্যদিকে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রককে জানানো হয়েছে৷ লাদাখ সীমান্তে চিনের সঙ্গে দীর্ঘ দিন ধরেই উত্তেজনা রয়েছে৷ গত বছর মে মাস থেকে শুরু হয় এই চাপানউতোর৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =