এখনও স্বাভাবিকের নীচেই পারদ, বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি

এখনও স্বাভাবিকের নীচেই পারদ, বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি

কলকাতা:  ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া৷ সামান্য বেড়েছে তাপমাত্রাও৷ তবে মঙ্গলবারও পারদ ছিল স্বাভাবিকের চেয়ে নীচে৷ আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস৷ সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়৷ তবে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে৷ 

আরও পড়ুন- বিরাট পতন বঙ্গের কোভিড গ্রাফে, স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে৷ আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে বাড়বে পুবালি হাওয়ার দাপট৷ তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকে জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পপিমাণ বাড়বে রাজ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ যা স্বাভাবিকের থেকে  ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস৷  স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি রাজ্যে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, রাজ্যে শীতের আয়ু আর বেশি নয়৷ ৮ তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে ফের ঝঞ্ঝা দেখা দেবে। যার জেরে বৃহস্পতি ও শুক্রবার ফেরে বঙ্গে ঢুকে পড়বে মেঘ৷ ফলে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গেই৷ গত সপ্তাহেই ঝঞ্ঝার জেরে বৃষ্টি হয়েছিল৷ শুক্রবার সকাল থেকেই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। তবে সরস্বতী পুজোর দিন থেকেই আকাশ পরিষ্কার হয়ে যায়৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *