৩০০ টাকা কেজি লঙ্কা, বেগুন ৭০! অগ্নিমূল্য সবজি, খাবে কী জনতা?

৩০০ টাকা কেজি লঙ্কা, বেগুন ৭০! অগ্নিমূল্য সবজি, খাবে কী জনতা?

 

কলকাতা: করোনা মহামারীর ধাক্কায় জেরবার জনজীবন৷ দীর্ঘ লকডাউনের গেরোয় কাজ হারিয়েছেন বহু মানুষ৷ উপার্জন কমেছে মধ্যবিত্ত জনতার৷ করোনা মহামারীর সঙ্গে লড়াই করে আগামী দিন কীভাবে চলবে, তা নিয়ে চিন্তিত সাধারন জনতা৷ কিন্তু এই করোনা মহামারীর সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির ব্যবসায়ী মুনাফা লুটতে শুরু করেছে৷ লাফিয়ে বাড়ছে সবজির দাম৷ লাগামছাড়া আলুর দাম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিনের মধ্যে আলুর দাম কমানোর নির্দেশ দিয়েছেন৷ কিন্তু সেই নির্দেশের ৩ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও কমেনি আলুর দাম৷ উল্টে বেড়েছে সবজির দাম৷  লঙ্কার দামে গেলেছে আগুন৷

আরও পড়ুন- ছুঁয়ে দেখল না কেউ! হাসপাতালের বাইরে স্ত্রীর কোলে স্বামীর মৃত্যু দেখল বনগাঁ

আজ সপ্তাহের শুরুতে গড়িয়াহাট বাজারে আলুর দাম এখনও কমেনি৷ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে আলু৷ এখনও পর্যন্ত সরকার নির্ধারিত দামে আলু না পাওয়ার কারণে বাজারে দাম কমেনি বলে দাবি করছেন ব্যবসায়ীরা৷ আলুর পাশাপাশি সবজির দাম ঊর্ধ্বমুখী৷ ৪০ থেকে মধ্যে যে সমস্ত গরমের সবজির দাম ছিল, তা এখন একধাক্কায় বেড়েছে ৬০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে৷ এই মুহূর্তে পটলের দাম কেজি-প্রতি ৬০টাকা দাঁড়িয়েছে৷ গ্যাসের দাম ৬০ টাকা৷ মাঝারি মাপের বেগুন ৭০ টাকা পৌঁছে গিয়েছে৷ টমেটোর দাম ছাড়িয়েছে প্রতি কেজি ৮০ টাকা৷ এই মুহূর্তে উচ্ছে, করোলার মতো সবজি ৭০ টাকা কিজে দরে বিক্রি হচ্ছে৷ চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ টাকা কিলো দরে৷  

আরও পড়ুন- তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা PSC-র মাথায়! ‘অসাংবিধানিক’, প্রভাবিত হবে নিয়োগ?

সবজির পাশাপাশি টক্কর দিচ্ছে লঙ্কা৷ এই মুহূর্তে লঙ্কার দাম ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে৷ বেশ কিছুদিন ধরেই আলুর দাম লাফিয়ে বাড়ছিল৷ এবার আলুর পাশাপাশি সবজির দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছে বলে মনে করছেন ক্রেতারা৷ অগ্নিমূল্য সবজি দাম মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে৷ করোনা মধ্যে এভাবে লাফিয়ে লাফিয়ে সবজির দাম বাড়লে কীভাবে সংসার চলবে? তা ভেবে উঠতে পারছেন না সাধারণ মধ্যবিত্ত জনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =