শিশু টিকাকরণে দেশের সেরা বাংলা: মমতা

কলকাতা: বিশ্ব টিকাকরণ সপ্তাহ উপলক্ষ্যে টুইট করে নয়া খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত সাত বছরে বাংলায় ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন করেছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে টিকাকরণের হার রাজ্যের ৮০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০০ শতাংশ হয়েছে৷ ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে রাজ্যে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে

শিশু টিকাকরণে দেশের সেরা বাংলা: মমতা

কলকাতা: বিশ্ব টিকাকরণ সপ্তাহ উপলক্ষ্যে টুইট করে নয়া খবর জানালেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত সাত বছরে বাংলায় ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন করেছে রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে টিকাকরণের হার রাজ্যের ৮০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০০ শতাংশ হয়েছে৷ ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে রাজ্যে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে ৩২৷ ২০১৮ সালে কমে হয়েছে ২৫-এ৷ প্রসূতি মৃত্যুর হার ১১৩ থেকে কমে হয়েছে ১০১ হয়েছে৷ ২০১০ সালে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল ৬৫ শতাংশ ছিল৷ ২০১৮ সালে বেড়ে হয়েছে ৯৭.৫ শতাংশ। রাজ্যে ২০১১ সাল পর্যন্ত একটিও এসএনএসইউ ছিল না। বর্তমানে সেই সংখ্যা ৩০৭। রাজ্যে ২০১১ সাল পর্যন্ত এসএনসিইউ ছিল ছটি। বর্তমানে সেই সংখ্যা ৭০-এ দাঁড়িয়েছে৷ মোট শয্যার সংখ্যা ২২১৭টি।

রাজ্যের ১৫টি পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরি হবে, যার মধ্যে বর্তমানে ১২টি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে৷ আরও তিনটি ইউনিট এই বছর সেপ্টেম্বর মাসের মধ্যে চালু হয়ে যাবে। ১৩টি মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি করা হচ্ছে প্রসূতি এবং সদ্যোজাতদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =