দেবীপক্ষে শিশুকে গঙ্গায় বিসর্জন, কাঠগড়ায় জননী

দেবীপক্ষে শিশুকে গঙ্গায় বিসর্জন, কাঠগড়ায় জননী

শান্তিপুর: রাতের অন্ধকারে লঞ্চ থেকে নিজের শিশুকে মাঝ গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে৷ ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাটে।

সূত্রের খবর শান্তিপুর বালিয়াডাঙ্গা পান পাড়ার বাসিন্দা তারক ঘোষ ও তার স্ত্রী তাপসী ঘোষ তাদের এক বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন৷ কালনা ঘাট থেকে উঠেছিলেন লঞ্চে৷ নৃসিংহপুর ঘাটে ফেরার সময় মাঝ নদীতে ঘটনাটি ঘটে৷ লঞ্চের অন্য যাত্রীদের বক্তব্য, রাতের অন্ধকারে শিশুটি মায়ের কোলে ছিল৷ আচমকায় জলে ঝপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ৷ তারপরই শিশুর কান্নার কন্ঠস্বর৷

তাঁদের অভিযোগ, অসাবধানতা বশত: নয়, শিশুটিকে ইচ্ছে করেই গঙ্গায় ফেলে দিয়েছে তার মা। স্বাভাবিকভাবেই, মা নিজের সন্তানকে কেন এভাবে গঙ্গায় ছুঁড়ে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও ঘটনার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত শিশুটির মা ও বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ৷ ঠিক কি কারণে এমন ঘটনা, দাম্পত্য কলহ নাকি অন্য কোনও কারণ রয়েছে- তদন্তে খতিয়ে দেখছে পুলিশ৷ যদিও লঞ্চ থেকে পড়ে যাওয়া শিশুটির এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। কিভাবে শিশুটির জলে পড়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =