করোনা: ‘হটস্পটে’ পুরোপুরি লকডাউনের ঘোষণা মুখ্যসচিবের

করোনা: ‘হটস্পটে’ পুরোপুরি লকডাউনের ঘোষণা মুখ্যসচিবের

3 stocks recomended

কলকাতা: করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷

আজ নবান্নে সাংবাদিকদের বৈঠক করে মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ৯ থেকে ১০ টি জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ সেই সমস্ত চিহ্নিত করা হটস্পটগুলিতে পুরোপুরি লকডাউনের ঘোষণা করেছেন তিনি৷ এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব৷

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে কোন সমঝোতা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ হটস্পট, ক্লাস্টার মিলিয়ে ত্রিস্তরীয় বন্দোবস্ত রাখার বিষয়েও জানিয়েছেন মুখ্যসচিব৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলেও আরও একবার বঙ্গবাসীকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যসচিব৷ জানিয়েছেন, এখনও সংক্রমণের হার তুলনামূলক কম৷ তবে, তাতেও রাজ্য সরকার খুব একটা সন্তুষ্ট নয়৷ ফলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি৷

সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৮৯৷ এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে৷ মুখ্যসচিব জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ৩ জনের রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাঁরা বাড়ি ফিরে গিয়েছেন৷ তথ্য পেশ করে মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে মোট ২০৯৫ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে৷ রাজ্যে আরও ২০টি নতুন সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে৷ এখনও পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ৪৫০ জন সুস্থ হয়ে নবাড়ি ফিরে গিয়েছেন৷ এখনও পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ হাজার ৮৩০ জন৷

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই নতুন অ্যাপ চালু করেছে রাজ্য সরকার৷ করোনা সংক্রমণ মোকাবিলায় হটস্পট খুঁজে ‘সন্ধানে’ নামের নতুন অ্যাপ চালু করা হল৷ আজ মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে হটস্পট চিহ্নিত করার কাজ শুরু হয়েছে৷ তিনটি স্তরে চলছে হটস্পট চিহ্নিত করার কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =