কলকাতা: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা৷ বাড়ল মৃতের সংখ্যা৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে করোনা সংক্রান্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷
মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ আর সেই কারণে রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫ জন৷ নতুন করে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে৷ এই নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন৷
আজ মুখ্যসচিব জানান, করোনা ডেথ অডিট কমিটি অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হয়েছে৷ বাকি ৩৯ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে৷ জানিয়ে দিয়েছে ডেথ অডিট কমিটি৷ আরও নতুন করে সেন্টার তৈরি করার চেষ্টা করা হচ্ছে৷ ৩ হাজার ৫৫৬ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে লকডাউন বিধি ভঙ্গের অভিযোগে৷ ৩ হাজার ৭৪৯ এফআইআর দায়ের করা হয়েছে বিধি ভঙ্গ করার দায়ে৷
মুখ্যসচিব সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ৮ হাজার ৯৩৩ পরীক্ষা করা হয়েছে৷ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে নতুন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে৷ পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে নতুন করে করোনা আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে৷ করোনার জেরে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠান, মেডিক্যাল কলেজ রোগী প্রত্যাখ্যান করতে পারবে না৷ অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷