রাজ্যে করোনা আক্রান্ত ৫৩-৩-৯-৩-৪=৩৪, মৃত্যু ৭-৪=৩: মুখ্যসচিব

রাজ্যে করোনা আক্রান্ত ৫৩-৩-৯-৩-৪=৩৪, মৃত্যু ৭-৪=৩: মুখ্যসচিব

কলকাতা: নবান্নে দাঁড়িয়ে করোনা আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের গঠিত চিকিৎসকদের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট সংশোধন করে করোনা সংক্রান্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যসচিব৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব বলেন, ‘‘আমি আপনাদের সামনে এসেছি৷ যদিও প্রেস ব্রিফিং যেটা স্বাস্থ্য দপ্তর থেকে হওয়ার কথা ছিল, সেটা হয়ে গিয়েছে৷ আপনাদের বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে৷ যেখানে আমাদের বিশেষজ্ঞ কমিটি ছিলেন৷ তাঁর আপনাদের তথ্য তুলে ধরেছেন৷ কিন্তু আমি একটু সংশোধন করতে চাই৷’’

সংশোধিত রিপোর্ট প্রকাশ করে মুখ্যসচিব বলেন, ‘‘আজকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, ‘‘রাজ্যে মোট করোনা পজেটিভ হয়েছেন ৫৩ জন৷ আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি এই যে, ৫৩ জনের মধ্যে তিনজন তাঁরা নেগেটিভ টেস্ট করে বাড়িতে ফিরে গিয়েছেন৷ আপনারা জানেন৷ তাহলে পজেটিভ কেসের সংখ্যা দাঁড়াল ৫০৷ এই ৫০ জনের মধ্যে যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে আজ পরীক্ষা করে দেখা গিয়েছে, ন’জনের রিপোর্ট নেগেটিভ হয়েছেন৷ দ্বিতীয় টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের৷ ওই সংখ্যা বাদ দিলে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৪১৷ এর মধ্যে আমাদের আপনারা জানেন কিছু লোক ছিল যারা, বিভিন্ন হাসপাতালে ভিন্ন রোগে ভুগছিলেন৷ কিডনির অসুখ ছিল৷ এই ধরনের কতগুলি লোক যারা হাসপাতালে ভর্তি ছিলেন, তাঁরা মারা গিয়েছেন৷ আর তিন জন করোনা সংক্রান্ত মৃত্যু হয়েছে৷ তাহলে সংখ্যা মোট হচ্ছে ফরটি ৪১-৩ যাঁদের মৃত্যু হয়েছে৷ যাঁদের করোনায় মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ আর যে ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যু করোনার জন্য হয়েছে, সেটা এখনো প্রমাণিত নয়৷ আমরা যেটা দেখেছি, অন্য কোনও অসুখ ছিল৷ এই জন্য মারা গিয়েছেন৷ কিন্তু এদের নাম তালিকাতে আছে৷ কাজেই এখন আমাদের রাজ্যে করো না পজেটিভ সংখ্যা হচ্ছে ৩৪৷ আমি আপনাকে এই কথা বলছি ২ এপ্রিল সন্ধে ছটায়৷ এটাই আমার বক্তব্য৷’’

মৃত্যুর সংখ্যা প্রসঙ্গে মুখ্যসচিব আরও বলেন, ‘‘আমাদের রাজ্য মৃত্যু হয়েছে তিন জনের৷ করোনা সংক্রান্ত আর যে ৪ জনের মৃত্যু হয়েছে দেখানো হয়েছে৷ এটা করোনায় মৃত্যু, সেটা এখনও প্রমাণিত নয়৷ এদের অন্যান্য রোগ ছিল৷ অন্য রোগের কারণে মৃত্যু হয়েছে ওই চারজনের৷ কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তা প্রমাণিত হয়নি৷ ওরা চারজন আক্রান্ত ছিলেন তা প্রমাণিত হয়নি৷ ওরা হাসপাতালে ভর্তি ছিলেন, ওখানে চিকিৎসা চলছিল৷ চিকিৎসা করাতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে৷ আপনারা জানেন, এর মধ্যে দু'জনের মৃত্যুর পর পজেটিভ রিপোর্ট এসেছে৷ এই চারটে কেস করোনা রিলেটেড নয়৷ এখন সারা পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে এই ধরনের রোগী থাকলে থাকতে পারে৷ যাদের মৃত্যু অন্য কারণে হয়েছে৷ এটাকে চট করে ধরে নেওয়া উচিত হবে না৷ এটা আতঙ্ক সৃষ্টি করবে৷ এই জন্য আমি আপনাদের কাছে এসে এই কথা বললাম৷ আমি আবারও বলছি, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৷ পশ্চিমবঙ্গের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তিনজনের৷ এইটাই আমি আপনাদের কাছে পরিষ্কার করলাম৷’’

আজ নাবান্নে সাড়ে চারটে নাগাদ রাজ্য সরকারের গঠিত চিকিৎসকদের বিশেষজ্ঞ কমিটি সদস্যরা সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘যাঁদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, করোনা পরীক্ষা করার জন্য, গত ২৪ ঘণ্টায় ১০৪ জন৷ মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩। যে রিপোর্ট ইতিমধ্যে রাজ্য সরকার গ্রহণ করেছে, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন৷ মোট সংখ্যা ৭৩৮৷ গত ২৪ ঘণ্টায় যারা করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন৷ এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৫৩ জন৷ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তিন জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪ জন৷ মোট ৭ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন রয়েছেন ১৩৭ জন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nineteen =