আর্থিক স্বাধীনতায় মুখ্যমন্ত্রীর সওয়াল, তাহলে কেন বঞ্চিত শিক্ষকরা?

বোলপুর: রাজ্যে মেয়েদের আর্থিক স্বাধীনতার বাড়াতে রাজ্য সরকার উদ্যোগী ভূমিকা নিয়েছে বলে জনসভা মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ইলামবাজার কামারপাড়া ময়দানে জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেন, ‘‘যে সংসারে মেয়েরা ভাল থাকে না, সেই সংসার চলে না৷ তাই আমরা রাজ্য সরকারের তরফে বাংলার মেয়েদের আর্থিক

আর্থিক স্বাধীনতায় মুখ্যমন্ত্রীর সওয়াল, তাহলে কেন বঞ্চিত শিক্ষকরা?

বোলপুর: রাজ্যে মেয়েদের আর্থিক স্বাধীনতার বাড়াতে রাজ্য সরকার উদ্যোগী ভূমিকা নিয়েছে বলে জনসভা মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ইলামবাজার কামারপাড়া ময়দানে জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেন, ‘‘যে সংসারে মেয়েরা ভাল থাকে না, সেই সংসার চলে না৷ তাই আমরা রাজ্য সরকারের তরফে বাংলার মেয়েদের আর্থিক স্বাধীনতার উপর গুরুত্ব বাড়িয়েছি৷ কন্যাশ্রী, সবুজশ্রী ও মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেছি৷ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাংলার মেয়েদের আর্থিক ভাবে স্বাধীনতা দেওয়ার কাজ চলছে৷’’

কিন্তু, মুখ্যমন্ত্রীর ‘আর্থিক স্বাধীনতা’র ইস্যুকে তুলে ধরে ক্ষোভ জানাতে শুরু করেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের একাংশ৷ তাঁদের অভিযোগ, ‘‘যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি দাবি মেনে না নিয়ে মুখ্যমন্ত্রী কীভাবে ‘আর্থিক স্বাধীনতা’য় গুরুত্ব দিচ্ছেন৷’’ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দাবি, ‘‘আমদের মাসে সাড়ে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হয়৷ কিন্তু, এই টাকাই কি সংসার চলে? মুখ্যমন্ত্রী কী আমরাদের আর্থিক স্বাধীনতার উপর গুরুত্ব দেবেন না? আমাদের তো পরিবার আছে!’’ যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি ও সম কাজে সম বেতনের দাবি জানিয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন শিক্ষকদের একাংশ৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =