বাংলায় সব থেকে ভালো লকডাউন হয়েছে, এর বেশী কি আশা করা যায়: মমতা

বাংলায় সব থেকে ভালো লকডাউন হয়েছে, এর বেশী কি আশা করা যায়: মমতা

কলকাতা: রাজ্যে খুব ভালো লকডাউন হয়েছে৷ সমস্ত মানুষ সহযোগিতা করেছেন৷ লকডাউন যেমন চলছে চলবে, তবে দূরত্ব বজায় রাখতে হবে৷ দূরত্ব বজায় রেখে প্রয়োজনে ক্যারাম খেলা যেতে পারে৷ করোনা আবহে নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘বাংলায় সব থেকে ভালো লকডাউন হয়েছে৷ গ্রামবাংলার মানুষ তাঁদের মতো করে লকডাউন মেনে চলছেন৷ প্রত্যেকেই লকডাউন সিস্টেম মেনে চলছেন৷ পুলিশের প্রচার, সবকিছু চলছে৷ যদি মানুষ না লকডাউন না মেনে থাকে, তাহলে কালকে এত বড় একটা উৎসব ছিল, আজ এত বড় একটা নামাজবার, কই কেউ তো কিছু করেনি৷ সরকারের সঙ্গে সবাই সহযোগিতা করেছে৷ রাজ্যের সঙ্গে সহযোগিতা করেছে৷ এর থেকে বেশী কি আশা করা যায়৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি তো খুশি৷ মানুষের পারফরমেন্সে৷ আর যেখানে যেখানে আমি বারবার বলি, হ্যাঁ! তিনজনে মিলে ক্যারাম খেলুন৷ দূরে দূরে খেলুন না৷ পাশাপাশি বসা দরকার নেই৷ দূরত্ব রাখতে হবে৷ আমরা তিনজনে এখানে বসে আছি৷ আমাদের দূরত্ব দেখতে পাচ্ছেন৷ দূরত্ব বজায় রেখে কথা বলুন৷ মাস্ক ব্যবহার করুন৷ যা আছে মুখে বাঁধুন৷ এক ঘণ্টা পরপর সাবান দিয়ে হাত ধোন৷ তাহলেই চলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *