কলকাতা: রেশন ব্যবস্থা নিয়ে আর একটি অভিযোগ শুনব না৷ কোথাও অনিয়ম হলে পরে ব্যবস্থা নেব৷ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নবান্নে আজ জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, করোনাও চলবে এবং আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে৷ প্রতিটি জেলার মধ্যে উন্নয়নের প্রতিযোগিতা চলবে৷ বাংলার প্রতিটি জেলা মডেল জেলা হয়ে উঠবে৷ কে কী বলছে, অত ভাবলে চলবে না৷ গ্রামবাংলা অর্থনীতি চাঙ্গা না হলে চলবে না৷ আর সেই কারণে আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে৷’’
এদিন প্রশাসনিক কর্তাদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষের যেতে না খেয়ে না থাকে, তার জন্য রাজ্য সরকার ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে৷ আর এই রেশন ব্যবস্থা নিয়ে যদি আর কোনও অভিযোগ আমি শুনি, তাহলে ব্যবস্থা নেব৷ আমি রেশন নিয়ে আর একটি অভিযোগ শুনতে চাই না৷ যদি কোনও অনিয়ম হয় তাহলে আমরা ব্যবস্থা নেব৷’’