কম নমুনা পরীক্ষা? কেন্দ্রের বিরুদ্ধে দায় চাপালেন মুখ্যমন্ত্রী

কম নমুনা পরীক্ষা? কেন্দ্রের বিরুদ্ধে দায় চাপালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের খোঁজে কম সংখ্যক নমুনা পরীক্ষা হওয়ার জন্য সরাসরি কেন্দ্রের ওপর দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা অন্যান্য রাজ্যের তুলনায় বেশ কম ছিল৷ এবিষয়ে নানা মহলে সমালোচনা ও বিজেপি সহ বিরোধী দলের লাগাতার চাপও ছিল৷ এবার বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা প্রয়োজনের তুলায় কম সংখ্যক টেস্ট কিট সরবারহ করার কারণেই প্রত্যাশিত হারে নমুনা পরীক্ষা করা যায়নি, পাল্টা অভিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী৷

সম্প্রতি ত্রুটিপূর্ণ হওয়ায় বেশ কিছু কিট ফেরৎ নিয়ে নেয় আইসিএমআর। এই বিষয়টিকে হাতিয়ার করে এদিন পরীক্ষা কম হওয়ার যাবতীয় দায় কেন্দ্রের ওপর চাপিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, কম পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে৷  নবান্নে এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, প্রথমত  রাজ্যে কম নমুনা পরীক্ষা হচ্ছে এই দাবি ঠিক নয়। এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭০৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকার কেন্দ্রের কাছে ১৪ হাজার কিট চাইলেও মাত্র আড়াই হাজার কিট দেওয়া হয়েছে৷ তার কথায়, ‘কেন্দ্রের কী পরিকল্পনা তা বোঝা যাচ্ছে না। আক্রান্ত প্রতি ২ সোয়াব কিট লাগে৷ দরকার ১৪,০০০ এর বেশি কিট কিন্তু কেন্দ্র দিয়েছে ২,৫০০ কিট।’ 

অন্যদিকে নাইসেড আইসিএমআরের মতে, কেন্দ্রীয় সংস্থা ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করার কারণে রাজ্যে করোনা নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন ‘কিট গুলি ত্রুটিপূর্ণ হওয়ায় সব ফেরত নিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের হাতে থাকা সামান্য সংখ্যক কিট দিয়ে পরীক্ষা চলছে। এমত অবস্থায় পরীক্ষা না হওয়ার কারণে কোন করোনা আক্রান্তের মৃত্যু হলে তার দায় কে নেবে ?র‍্যাপিড টেস্ট কিট, বিজিআই, আরটিপিসিআর কিট-সবকিছুই ফেরত নিয়েছে কেন্দ্র।’

এদিকে এদিন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্যে এখনও পর্যন্ত ৭০৩৭টি টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় হয়েছে ৮৫৫টি টেস্ট। যার মধ্যে ২৬টি পজিটিভ। এছাড়াও মালদহে হয়েছে ৮৫টি টেস্ট। সবকটিই নেগেটিভ এসেছে বলে জানান মুখ্যসচিব। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন মোট ৩০০ জন আক্রান্ত। এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =