পথে না নামলে বাস অধিগ্রহণ করবে সরকার, চড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পথে না নামলে বাস অধিগ্রহণ করবে সরকার, চড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

884c989528d8a79e9b1e7ff8e43d017f

 

কলকাতা: রাজ্য সরকারের দেওয়া ভাতা নিয়ে বাস চালানো যাবে না বাস৷ আগেই জানিয়ে দিয়েছিলেন বাস মালিক সংগঠনগুলি৷ এবার রাজ্য সরকারের সেই প্রস্তাব খারিজ হতেই বাস মালিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল পয়লা জুলাই থেকে পথে বাস না বেরোলে মহামারী আইনে রাজ্য সরকার বেসরকারি বাস অধিগ্রহণ করবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ‌

আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে কড়া বার্তা দেন তিনি৷ ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে বাস মালিক সংগঠনগুলিকে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, আশাকরি বিবৃতি নয়৷ যেটা কথা দিয়েছিলেন, সেটা রাখবেন৷ মানুষের স্বার্থে কখনও কখনও কঠোর সিদ্ধান্ত নিতে পারে সরকার৷ ডিজেলের দাম বেড়ে গিয়েছে৷ এটাকে সমর্থন করছি না৷ আশাকরি, কাল থেকে রাস্তায় ৬ হাজার বাস নামবে৷ কিন্তু তারপরেও রাস্তায় বাস না নামলে অন্য উপায়ে নেওয়া হবে৷ প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ এরপরেও বাস না নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে বাস নিয়ে নেবে সরকার৷ তারপর চালানো হবে৷ যতটা পারি সরকারি বাস নামানো হচ্ছে৷’’

আজ বাসমালিক সংগঠনকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনুরোধ করব৷ এখন লড়াই বন্ধ করুন৷ কাল পর্যন্ত লক্ষ্য রাখবো৷ পরশু থেকে ব্যবস্থা নেব৷’’ আইন অনুযায়ী বাস মালিক সংগঠনগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে বাস মানিক সংগঠনের তরফে জানানো হয়, ৩ মাস রাজ্য সরকার ১৫ হাজার টাকার অনুদান নিয়ে বাস চালানো সম্ভব নয়৷ ভাড়া না বাড়ালে করোনা আবহে পথে বাস নামানো সম্ভব নয় বলেও জানানো হয় বাস মালিক সংগঠনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *