এবার DM, SDO, BDO-দের ‘নম্বর’ দেবেন মুখ্যমন্ত্রী! শুরু কড়া ‘নজরদারি’ চর্চা!

এবার DM, SDO, BDO-দের ‘নম্বর’ দেবেন মুখ্যমন্ত্রী! শুরু কড়া ‘নজরদারি’ চর্চা!

কলকাতা: নজরে নির্বাচন৷ কিন্তু, তার আগে এসে পড়েছে করোনা মহামারী৷ তাণ্ডব চালিয়ে আমফান৷ জোড়া দুর্যোগ রুখতে জেবার প্রশাসন৷ প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ও গণবণ্টন ব্যবস্থা৷ আমফান ত্রাণে বেপরোয়া দুর্নীতি থেকে চিকিৎসা ব্যবস্থায় আলগা চেহেরা নিয়ে গুচ্ছ অভিযোগ তুলেছে বিরোধীরা৷ এবার সেই সমস্ত অনিয়ম নির্মূল করতে এবার কড়া নজরিদারির আওতায় প্রশাসনের ছোট-বড়-মেজো কর্তারাও৷

 

বাংলার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, বাংলার ২৩টি জেলার ৩৪৪ বিডিও, ৬৬ এসডিও ও ৬৯ জন এডিএমের ওপর সরাসরি ‘নজর’ রাখবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের পারফর্মেন্স নিজে পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনের কাজে গতি ফেরাতে এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে চর্চা৷

কেন এত কড়াকড়ি?‌ সম্প্রতি আমফান পরবর্তী সময়ে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ হাটে-বাজারে চর্চার প্রধান বিষয় হয়ে উঠেছিল৷ তাতে নাম জড়ায় প্রশাসনিক আধিকারিকদের একাংশের বিরুদ্ধেও৷ সেই অভিযোগ নবান্নেও পৌঁছে গিয়েছে বলে খবর৷ ফলে, এই ঘটনা যাতে ভবিষ্যতে এড়ানো যায়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সব স্তরের কর্তার কাজের মূল্যায়নের দিকে মুখ্যমন্ত্রী নজর রাখবেন বলে খবর৷

জানা গিয়েছে, এই কাজ চলবে বছরভর, ২১-এর নির্বাচন পর্যন্ত৷ খবরে প্রকাশ, এসডিও, বিডিও ও এডিএমদের দৈনিক কাজের বিবরণী আসবে নবান্ন৷ তার পর সেগুলি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনও গাফিলতি চোখে মুহূর্তেই নেওয়া হবে ব্যবস্থা৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =