ফনির জেরে ভোট পিছানোর আর্জি মুখ্যমন্ত্রীর

কলকাতা : ধেয়ে আসছে সাইক্লোন ফনি। আবহাওয়া বিভাগ ওডিশার উপকূলে হলুদ সতর্কতা জারি করেছে। এই অবস্থায় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাটকুড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দিতে আর্জি জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। দিল্লিতে সোমবার তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রের পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ ১৯ মে। ইতিমধ্যে ওড়ির বেশ কিছু এলাকা থেকে

5a9b3ac18e1a1f0633db5e17af0790ee

ফনির জেরে ভোট পিছানোর আর্জি মুখ্যমন্ত্রীর

কলকাতা : ধেয়ে আসছে সাইক্লোন ফনি। আবহাওয়া বিভাগ ওডিশার উপকূলে হলুদ সতর্কতা জারি করেছে। এই অবস্থায় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাটকুড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দিতে আর্জি জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। দিল্লিতে সোমবার তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রের পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ ১৯ মে। ইতিমধ্যে ওড়ির বেশ কিছু এলাকা থেকে নির্বাচনী বিধি তুলে নেওয়া হয়েছে৷

বিজেডি প্রার্থী বেদপ্রকাশ আগরওয়ালের মৃত্যুতে পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোটের দিন ঠিক হয় ২৯ এপ্রিল। কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়েছে ২৯ এপ্রিল। পাটকুড়া বিধানসভা কেন্দ্রের ভোট ১৯ মে। ওডিশার বৌধ, কালাহান্ডি, সম্বলপুর, দেওগড়, সুন্দরগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাইক্লোন ফনির গোপালপুর ও চাঁদবালির মধ্যে আছড়ে পড়ার কথা ৩ মে বিকেলে। তারপর সেটি যাবে পুরীর দক্ষিণে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার। তা বেড়ে হতে পারে ২০৫ কিলোমিটার। ২ মে থেকে ৪ মে ওডিশার উপকূলের পরিস্থিতি থাকবে ভয়াবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *