থালা হাতে মমতা! চাইছি, কিন্তু দিচ্ছে না, বললেন মুখ্যমন্ত্রী

থালা হাতে মমতা! চাইছি, কিন্তু দিচ্ছে না, বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী৷ এবার সেই অভিযোগের গুরুত্ব বোঝাতে প্লেট হাতে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷

আজ বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে আমরা না হয় সরকারি কর্মচারী ও শিক্ষকদের বিষয়টা দেখে নেব৷ কিন্তু অসংগঠিত শ্রমিকদের জন্য কী হবে? লকডাউনের জন্য তিন মাসের আগাম পরিকল্পনা নিতে হবে৷ দু’মাস ধরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছে৷’’ বলেন, ‘‘কেন্দ্রের থেকে খালি হাতে ফিরতে হচ্ছে৷ এখনও ৫২ হাজার কোটি টাকা বকেয়া আছে কেন্দ্রের কাছে৷ বিভিন্ন প্রকল্পের টাকা এখনও বকেয়া৷ কেন্দ্রের কাছে এই পরিস্থিতিতেও দেনা শোধ করতে হচ্ছে৷ আমাদের বিপুল খরচ হচ্ছে৷ কেন্দ্র বলছে, এখন করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে৷ এখন করোনা যাবে না বলে মনে হয় না৷ আপাতত তিন মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা দরকার৷’’

এদিন সাংবাদিক বৈঠক শেষে নজিরবিহীনভাবে কেন্দ্রকে কটাক্ষ করে প্লেট হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন এক সংবাদিক৷ বলেন, ‘‘কাল প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক হল? রাজ্যের বকেয়া টাকা বা করোনার জেরে বাংলার জন্য কোন আর্থিক প্যাকেজ প্রধানমন্ত্রী দেবেন বলে জানানিয়েছেন?’’ এরপর মুখ্যমন্ত্রী তাঁর টেবিলে থাকা চায়ের গ্লাস সরিয়ে প্লেট হাতে তুলে নেন৷ সাংবাদিকদের উদ্দেশ্য করে প্লেট হাতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা কী দেখছেন? এটা খালি থালা, খালি প্লেট৷ এটা কে বড় করে থালা বলব৷ (মাথা নাড়িয়ে) চাইছি, দিচ্ছেনা৷ কিচ্ছুই নেই৷’’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =