কলকাতা: রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোন রোগীর কীভাবে মৃত্যু হয়েছে, তাও জানিয়ে দিয়েছেন মমতা৷ একই সঙ্গে করোনা নিয়ে কেউ যাতে আগুন নিয়ে খেলা না করে, তা জানতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী৷
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় করোনা আক্রান্ত হয়ে মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে৷ ছ’জনের নয়৷ একজনের নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে, অন্যজনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে৷ বাংলায় করোনা আক্রন্ত হয়েছে ৩৭ জন৷ পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি করোনা নিয়ে সরকারি তথ্য মেনে চলারও বার্তা দেওয়ার পাশাপাশি আগুন নিয়ে না খেলাও পারামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ আর তা না হলে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে৷
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ৷ ফলে, দয়া করে লকডাউন মেনে চলুন৷ বাজার খোলা আছে বলে ভিড় বাড়াবেন না৷ করোনা পরিস্থিতি নিয়ে আগুন নিয়ে খেলবেন না৷ বাড়িতেই থাকুন৷ সেদ্ধ ভাত খান৷’’