করোনা: কেমন আছে বাংলা? তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, নয়া বিমা ঘোষণা

করোনা: কেমন আছে বাংলা? তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, নয়া বিমা ঘোষণা

3 stocks recomended

কলকাতা: করোনা রুখতে সর্বস্ব দিয়ে লড়াই করছে রাজ্য সরকার৷ একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ করোনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন ভারতীয় গবেষকরা৷ বেপরোয়া করোনা পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে নবান্নে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা ও বেশ কিছু হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷ একইসঙ্গে রাজ্যে করোনা পরিস্থিতি রুখতে সরকার কী পদক্ষেপ দিয়েছে, তার তথ্য পরিসংখ্যান তুলে ধরেছে মুখ্যমন্ত্রী৷

এদিনের বৈঠকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্য সরকারের ১০ লক্ষ মেডিক্যাল কর্মীর মাথাপিছু ৫ লক্ষ টাকা করে বিমাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ স্কুল ছুটি থাকায় পড়ুয়াদের বাড়িতে মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা করেন৷ প্রত্যেকটি হাসপাতালে কমপক্ষে ৫টি করে অ্যাম্বুল্যান্স রাখতে হবে জানান৷

এদিনের বৈঠক শেষের দিকে মুখ্যমন্ত্রী বেশকিছু পরিসংখ্যান তুলে ধরেন৷ জানান, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আতঙ্কে মোট স্ক্রিনিং করা হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৬৯ জনকে৷ ২৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে৷ মোট ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে বিলেত ফেরত যুবকের করা ধরা পড়েছে করোনা৷  পরীক্ষা করা যাচ্ছে দু’টি কেন্দ্র থেকে৷ উত্তরবঙ্গ ও মেদিনীপুরে আরও দু’টি কেন্দ্র খোলার বিষয়েও তোড়জোড় চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ করোনার জেরে বাড়িতে নজরদারিতে রয়েছেন ১৭ হাজার ৫৯৭ জন৷ বাড়িতে যারা নজরদারিতে রয়েছেন এবং বিদেশ থেকে যারা এসেছেন, তাদের কাছে মুখ্যমন্ত্রী হাতজোড় করে আবেদন করেন, তাঁরা নিজেদের আড়াল করে করোনার বিরুদ্ধে লড়াই করেন৷

মুখ্যমন্ত্রী বলেন, এটা যেহেতু সংক্রমিত রোগ, আপনারা যারা বাড়িতে থাকেন, তাঁরা নিজেদেরকে আইসোলেট করে রাখুন৷ কমপক্ষে ১৪ দিন৷ কোনরকম লক্ষণ দেখা দিলে ডাক্তার দেখাবেন৷ গত ১৫ দিনে ৯৫ হাজার জন বিদেশ থেকে এসেছেন৷ যারা বিদেশ থেকে এসেছে তাঁদের বাড়িতে নজরদারিতে থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =