লকডাউন: কোথায় মিলবে কোন পরিষেবা? কোথায় ছাড়? ঘোষণা মুখ্যমন্ত্রীর

লকডাউন: কোথায় মিলবে কোন পরিষেবা? কোথায় ছাড়? ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা:  ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। এর মধ্যেই দেশে করোনা সতর্কতায় চতুর্থ দফায় লকডাউন শুরু হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী চতুর্থ দফায় লকডাউনে কড়াকড়ি শুরু করা হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু অঞ্চলে শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে একদিন অন্তর সরকারি ও বেসরকারি অফিস খুলবে। তবে কোনও রেস্তোরাঁ খোলা যাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার যে পরিযায়ী শ্রমিকদের টিকিটের ভাড়া দেবেন বলেছিলেন, ২৩৫টি ট্রেনের ভাড়া রাজ্য দেবে। রোজ ১০টি ট্রেন রাজ্যে ঢুকবে। ১২০টি ট্রেন ঢুকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে রাজ্যে ১৬টি ট্রেন রাজ্যে ঢুকবে বলে জানা গিয়েছে।

এক সাংবাদিক বিবৃতিতে তিনি জানিয়েছেন, কনটেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এ, ক্ষতিগ্রস্ত জোন। বি, বাফার জোন। সি, ক্লিক জোন৷ তিনি জানিয়েছেন, বি ও সি জোনে আন্তঃজেলা বাস চলবে৷ ২১ মে থেকে আন্তঃজেলা বাস পরিষেবা চালু হবে৷ ২৭ মে থেকে অটো চলবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ জোন ছাড়া সমস্ত জোনে ২১ মে থেকে সমস্ত বড় দোকান খুলবে। বি ও সি জোনে ২৭ মে থেকে হকার্স মার্কেট খুলবে জোড়-বিজোড় নীতি মেনে৷ এখানে পাশ দেবে পুলিশ৷ ২৭ মে থেকে বিউটি পার্লার খুলবে৷ করতে হবে স্যানিটাইজ ও দূরত্ব বিধি মানতে হবে৷ তবে কিছুই কনটেনমেন্ট জোনে নয় বলে জানা গিয়েছে তিনি৷ – ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =