বাংলায় কর্মসংস্থানে মিরাকেল হবে, আড়াই লক্ষ নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 বাংলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মাটি সৃষ্টিতে আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।  মাটি সৃষ্টি প্রকল্পের জেরে অনেক জমি উর্বর হবে। আগামী কয়েক বছরের মধ্যে কর্মসংস্থানের দিক থেকে বাংলায় মিরাকেল হবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 

 

কলকাতা:  বাংলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মাটি সৃষ্টিতে আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। মাটি সৃষ্টি প্রকল্পের জেরে অনেক জমি উর্বর হবে। আগামী কয়েক বছরের মধ্যে কর্মসংস্থানের দিক থেকে বাংলায় মিরাকেল হবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 

আরও পড়ুন- অনলাইন গেমের প্রতি আসক্ত অল্পবয়সি গৃহবধূরাও, পড়ছেন বিপাকে

বাংলায় কর্মসংস্থানের পাশাপাশি বিদ্যুৎ নিয়েও কথা বলেন। তিনি জানান, বীরভূমের দেউচা-পারভি হয়ে গেলে বাংলায় ১০০ বছর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। রাজ্যের শিল্প, কৃষিজক্ষেত্র থেকে শুরু করে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ অনেক সুলভ হয়ে উঠবে। তিনি জানিয়েছেন, একাধিক প্রজেক্ট তৈরি করা হয়েছে রাজ্যের দরিদ্র মানুষের কথা চিন্তা করে। 

আরও পড়ুন- আনলক-৪ পর্বে মিলতে পারে সবুজ সংকেত, পানশালায় বাড়ছে স্টক!

তবে তিনি অভিযোগ করেন, গ্রামীণ সড়ক যোজনায় কাজ অগের থেকে অনেকটা কমে গিয়েছে। তবে এই কাজ আগের মতো দ্রুততার সঙ্গে করতে হবে। গ্রামীন আবাস যোজনা, গ্রামীন সড়ক যোজনা ও ১০০ দিনের কাজের ওপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে বলে মুখ্যমন্ত্রী বলেন। 

আরও পড়ুন- কবিগুরুকে বহিরাগত তকমা: উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলনে ঐক্য বাংলা

মেয়েরা সেভাবে অংশ নিচ্ছে না বলেও কথা উঠতে থাকে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট অনুযায়ী যতটা মাটি কাটাতে হতো, তা অনেক জেলাতে কাটা সম্ভব নয়। বাংলার মেয়েদের শারীরিক গঠনে সেই কাজ করতে পারত না। সেই কারণেই কয়েকটি জেলাতে মাটি কাটার হার মেয়েদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের কাজ একটু হালকা করে দিতে হবে। তবে বর্তমানে করোনা আবহে অনেকেই আসতে চাইছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =