কলকাতা: রাজ্যে করোনা আবহে অন্য রোগীদের চিকিৎসায় পেতে যে অসুবিধা হচ্ছে তা এবার নবান্নে বসে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা পরীক্ষার রিপোর্ট দু’দিন দেরি হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না৷ কিন্তু আগে রোগীদের চিকিৎসা তো শুরু করুন৷ নবান্ন থেকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাসপাতালে বেড সমস্যা মেটাতে কোন হাসপাতালে কত ফাঁকা বেড আছে, তা জনসাধারণকে জানানো ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসা করা উচিত৷ পরীক্ষা দু’দিন পরে হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না৷ অন্ততপক্ষে ওষুধ খেতে শুরু করুন৷ আমি বেসরকারি হাসপাতালকে বলব, দয়া করে অন্য রোগীদের চিকিৎসা করান৷ করোনা চিকিৎসা করান৷ কাউকে প্রত্যাখ্যান করবেন না৷ শুনতে লজ্জা লাগে, যদি কোনও একজন সিনিয়র ডাক্তারকে চিকিৎসা করাতে গিয়ে দশটা জায়গা থেকে ফেরত আসতে হয়৷ মনে রাখবেন একটা মুমূর্ষু রোগীকে বাঁচানো এটা আমাদের সামাজিক দায়িত্ব৷ দায়বদ্ধতা এবং কর্তব্য৷ আগে রোগীর চিকিৎসা করান৷ অক্সিজেন দিন৷ তাদের কী সমস্যা হচ্ছে সেটা দেখুন৷’’
এরপর মুখ্যমন্ত্রী বললেন, ‘‘টেস্ট কিসের জন্য, করোনার জন্য অন্য কিছু তো না৷ যে করোনা রোগী আসছে তাঁকে করোনা চিকিৎসা করান৷ আগে দেখুন তাঁর কী রোগ৷ সেই রোগের চিকিৎসা দিন৷ আগে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশিল করুন৷ যদি সব মনে হয়, রোগীর করোনা সংক্রমণ রয়েছে, তাহলে মেডিসিন দিন৷ পরীক্ষা করান৷ কোন অসুবিধা নেই৷’’
মুখ্যমন্ত্রী আরও মন্তব্য, ‘‘মুমূর্ষ রোগীরা যাতে চিকিৎসা পায় সেটা নজর রাখতে হবে৷ অনেক সময় আমরা কী করি, মুমূর্ষ রোগীকে ফেলে রাখি দিলামযতক্ষণ না পর্যন্ত টেস্টের রিপোর্ট আসছে৷ টেস্টের পদ্ধতি জটিল৷ টেস্টের রিপোর্ট আসতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে৷ এটা আমার হাতেও নেই৷ আপনার হাতে নেই৷ এটা এত জটিল৷ নতুন রোগ৷ সে ক্ষেত্রে যখন রিপোর্ট আসবে আসবে তখন আপনি দেখবেন৷ এখন তো আপনি টিটমেন্ট করুন৷’’