মামা’র ছেলের বিয়েতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, চারটি হেলিপ্যাড প্রস্তুত জেলা প্রশাসনের!

রামপুরহাট: মামা’র ছেলের বিয়েতে যোগ দিতে মঙ্গলবার বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর তারাপীঠ সফরের জন্য তৈরি রাখা হচ্ছে চারটি হেলিপ্যাড৷ জানা গিয়েছে, বুধবার তারাপীঠে পুজো দিতে তারাপীঠ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই দিনই রামপুরহাট মনসুবার কাছে অস্থায়ী সভা মঞ্চ করা হচ্ছে৷ সেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী৷ মামার বাড়ি কুসুম্বা গ্রামে যেবেন তিনি৷ সেখানে মামার মেয়ের

মামা’র ছেলের বিয়েতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, চারটি হেলিপ্যাড প্রস্তুত জেলা প্রশাসনের!

রামপুরহাট: মামা’র ছেলের বিয়েতে যোগ দিতে মঙ্গলবার বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর তারাপীঠ সফরের জন্য তৈরি রাখা হচ্ছে চারটি হেলিপ্যাড৷ জানা গিয়েছে, বুধবার তারাপীঠে পুজো দিতে তারাপীঠ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই দিনই রামপুরহাট মনসুবার কাছে অস্থায়ী সভা মঞ্চ করা হচ্ছে৷ সেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী৷ মামার বাড়ি কুসুম্বা গ্রামে যেবেন তিনি৷ সেখানে মামার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে থাকেন কুসুম্বা গ্রামের মন্টু দাস৷ তাঁর বড় ছেলে কৃশানু দাসের বিয়ে। বুধবার কুসুম্বা গ্রামের সেই বিয়ে বাড়িতে যাবেন৷

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করা হয়েছে৷ এমনিতেই কলকাতা–রামপুরহাট হেলিকপ্টার পরিষেবার জন্য একটি স্থায়ী হেলিপ্যাড গড়া হয়েছে সেচ পল্লীতে৷ এরপর তারাপীঠ সংলগ্ন চিলের কাঁদর সংলগ্ন খেলার মাঠ নষ্ট করে করা হয়েছে একটি হেলিপ্যাড৷ মনসুবা সভা মঞ্চের পাশেও একটি অস্থায়ী হেলিপ্যাড গড়া হয়েছে৷ শুধু এই তিনটিই নয়, মহম্মদ বাজার থানার কাঁইজুলি গ্রামের মাঠেও একটি হেলিপ্যাড তৈরি হচ্ছে৷

প্রশাসনের কোন আধিকারিক এনিয়ে মুখ খুলতে না চাইলেও জানা গিয়েছে, রামপুরহাটে হেলিকপ্টার নামার ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে কাঁইজুলির মাঠে নামানো হবে৷ মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে এখনও সরকারি ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি৷ তবে এদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা মন্দির, হেলিপ্যাড, সভাস্থল এবং কুসুম্বা গ্রাম ঘুরে দেখেন৷ তবে মুখ্যমন্ত্রী কখন পুজো দেবেন তা এখনও জানানো হয়নি৷ তারাপীঠ রামপুরহাট উন্নয়নের পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী কখন পুজো দেবেন তা এখন জানা যায়নি৷ তবে সব রকম প্রস্তুতি রাখা হয়েছে৷ পুলিশের কর্তারা মন্দির পরিদর্শন করে গেছেন আগেই৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী রামপুরহাটে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে ৩০ তারিখ জেলায় আসবেন৷

অমিত শাহ, স্মৃতি ইরানির সভায় হেলিকপ্টার নামানো নিয়ে যখন এত সমস্যা? তখন মুখ্যমন্ত্রীর জন্য কেন চারটি চারটি হেলিপ্যাড প্রস্তুত? প্রশ্ন বিজেপি নেতৃত্বের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =