মাইক ফুঁকে, ঝাঁটা ধরে করোনা সচেতনতা প্রচারে মুখ্যমন্ত্রী

মাইক ফুঁকে, ঝাঁটা ধরে করোনা সচেতনতা প্রচারে মুখ্যমন্ত্রী

6fedb6065d3ca54766123cc2455fb1c1

কলকাতা: কেন্দ্রের পর্যবেক্ষক দলকে নিয়ে যখন কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে, আমলা পর্যায়ে চলছে চিঠি চালাচালির পর্ব, ঠিক তখনই পথে নেমে করোনা মোকাবিলার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কনিজের গাড়ির মাথায় চোঙা বেঁধে করলেন সচেতনতা প্রচার৷ কখনও গাড়ি থেকে নেমে সফাই কর্মীদের সতর্কতার পাঠ দেওয়ার পাশাপাশি তুলে দিলেন হ্যান্ড গ্লাভস ও মাস্ক৷ নিজেই দেখিয়ে দিয়ে দিলেন কীভাবে ধরতে হবে ঝাঁটা৷

আজ বিকালে পার্ক সার্কাস, রাজাবাজার, রাসবিহারী, তপসিয়া, ট্যাংরা-সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পথে মাইক ফুঁকে সচেতনতা প্রচার করেন মুখ্যমন্ত্রী৷ সমস্যা হলেই পুলিশকে জানানোর পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

পথে নেমে মাইকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ যদি আপনারা ঠিকমত থাকতে পারেন, লকডাউন করতে আমরা বাধ্য হয়েছি৷ কেন্দ্রীয় সরকার এই লকডাউন করতে বলেছে বলে আমরা সেটা শুরু করেছি৷ কিন্তু মনে রাখবেন, বাংলা এখনও অনেক বাজার দোকান খোলা আছে৷ যাতে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সমস্যা না হয়৷ কিন্তু বাকি সবকিছু বন্ধ থাকায় অনেকের, অনেক কষ্ট হচ্ছে৷ কিন্তু কী করবেন বলুন, আগে কখনও ভারতবর্ষের পরিস্থিতি এমন তৈরি হয়নি৷ এইভাবে কখনও ঘরবন্দি হয়ে থাকতে হয়নি৷ আজ আমরা খুব কষ্টে আছি৷ দুঃখে আছি৷ কিন্তু তা সত্ত্বেও আপনাদের ভালো থাকতে হবে৷ আপনাদের জন্য আমার শুভকামনা রইল৷ এই জন্যই আপনাদের কাছে আসা৷ যাতে আপনারা সকলেই ভাল থাকেন, সুস্থ থাকেন৷ যদি মনে করেন, আপনার এলাকায় লকডাউনের জন্য কোনও সমস্যা হচ্ছে, আপনি লোকাল পুলিশকে জানান৷ যদি দেখেন খাবার অভাব হচ্ছে, তাহলে পুলিশকে জানাবেন৷ যদি দেখেন, কেউ হাসপাতালে ভর্তি হতে পারছে না, পুলিশকে জানাবেন৷ পুলিশ সুন্দরভাবে কাজ করবে৷ কারণ তাদের নির্দেশ দেওয়া আছে৷’’


 

এরপর গাড়িতে ঘুরতে ঘুরতে রাস্তায় সাফাই কর্মীদের কাজ করতে দেখান মুখ্যমন্ত্রী৷ মুহূর্তেই গাড়ি থেকে নেমে সাফাই কর্মীদের সর্তকতা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মাস্ক, হ্যান্ডগ্লাভস বিতরণ করেন মুখ্যমন্ত্রী৷ জানান, এঁরা খুব ভালো কাজ করছে৷ মাস্ক বাড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এটা সবসময় পড়ে থাকবেন৷ এটা পরবর্তীতে কেছে ধুয়ে ব্যবহার করা যাবে৷ এরপর মুখ্যমন্ত্রী নিজের কাছে থাকা স্যানিটাইজার বার করে সাফাই কর্মীদের যন্ত্রপাতিতে তা মাখিয়ে দেন৷ কীভাবে স্যানিটাইজ করতে হবে তাও জানা তিনি৷ কীভাবে ঝাঁটা পরিষ্কার করতে হবে তাও দেখিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ বিধি মেনে  সাফাই কর্মীদের কাজ করাও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *