বিডিও-সরকারি আধিকারিকরা অনুপস্থিত কেন? প্রশাসনিক বৈঠকের শুরুতেই চটলেন মুখ্যমন্ত্রী

বিডিও-সরকারি আধিকারিকরা অনুপস্থিত কেন? প্রশাসনিক বৈঠকের শুরুতেই চটলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকের শুরুতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ বিডিও এবং অন্যান্য সরকারি আধিকারিকরা কেন অনুপস্থিত? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর৷ তাঁর  প্রশ্নের উত্তরে মুখ্য সচিব জানান, পাঁচ মহকুমা আধিকারিকদের ভর্চুয়ালি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে৷ যার ফলে কিছুটা দেরিতে শুরু হয় প্রশাসনিক বৈঠক৷ কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও এদিন জানতে চান মুখ্যমন্ত্রী৷  প্রতিটি বিষয় খুঁটিয়ে জানেন তিনি৷ 

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচনে খরচ কত? কমিশনের কাছে হিসেব চাইল হাই কোর্ট

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ছোট খাটো প্রকল্প রয়েছে যেগুলির আজকের দিনে কোনও মূল্য নেই৷ সামাজিক বিপ্লব হয়ে গিয়েছে৷ কোন বিভাগে কত প্রকল্প রয়েছে তার একটা তালিকা তৈরি করে নিতে হবে৷ যেমন ধানের গোলা৷ অনেকেই সেটা জানেন না৷ এখন সরাসরি কৃষকদের টাকা দেওয়া হচ্ছে৷ তাই প্রকল্পের তালিকা ছোট করে আনতে হবে৷ নামে ১২০টা প্রকল্প থাকলে দেখা যাচ্ছে কাজ হচ্ছে ৬০টা৷ প্রকল্পগুলিকে মার্জ করতে হবে৷ না হলে টাকা আসবে কী ভাবে? কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা প্রকল্পেই কয়েক হাজার কোটি টাকা লাগছে৷ এছাড়াও স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু হয়েছে৷ ২০ ডিসেম্বর স্টুডেন্ট মেলার আয়োজন করা হয়েছে৷ ১০ হাজার ছাত্রছাত্রীকে সেদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =