পুজোয় পর্যটনে গতি আনতে বিশেষ উদ্যোগ রাজ্যের, হুডখোলা দোতলা বাসে সফর তিলোত্তমার

পুজোয় পর্যটনে গতি আনতে বিশেষ উদ্যোগ রাজ্যের, হুডখোলা দোতলা বাসে সফর তিলোত্তমার

কলকাতা:  উৎসবের মরশুমে রাজ্যে পর্যটন বিকাশের লক্ষ্যে এবং পুজোর মুহূর্তগুলি আরও স্মরণীয় করে তুলতে শহরে প্রমোদভ্রমণ পরিষেবার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার কলকাতা কানেক্ট ২০২০ নামে বিশেষ পর্যটন পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী৷ পুজোয় পর্যটকদের কলকাতা সফরের বিশেষ বন্দ্যোবস্ত করলেন তিনি৷ 

আরও পড়ুন- ফের শহরে ছুটবে ঐতিহাসিক দোতলা বাস, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী জানান, পুজোকে কেন্দ্র করে কলকাতার ঐতিহ্যশালী স্থানে পর্যটকদের পৌঁছে দেওয়ার জন্য লন্ডনের আদলে হুড খোলা ডবল ডেকার বাস এবং ট্রাম চালু করা হচ্ছে৷ বাস ও ট্রাম সাজিয়ে লোক শিল্পীরা গান গাইতে গাইতে বিশেষ বিশেষ জায়গা পরিক্রমা করবেন৷ গানে গানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরবেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী জানান, কলকাতার যে সকল হেরিটেজ সাইটসিন আছে যেমন ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, সেন্ট জনস চার্চ, সেন্ট অ্যান্ড্রু চার্চ, টাউন হল, বিবিদি বাগ, প্রিন্সেপ ঘাট, জিপিও, ওল্ড কারেন্সি বিল্ডিং, ট্রেজারি, রাইটার্স বিল্ডিং, নবান্নের মতো বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হবে৷ আগামী কাল থেকেই শুরু হয়ে যাবে বুকিং৷ 

অন্যদিকে, হোপ অন হোপ পরিষেবার জন্য এদিন পর্যটন দফতরকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷ চেনা শহরের অচেনা ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরবার জন্য তিনি সাধুবাদ জানান৷ মুখ্যমন্ত্রী জানান, প্রতিদিন বাস ও হাউস বোট মিলিয়ে মোট ২ ঘণ্টার সফর করা হবে৷ প্রথম বাসটি ছাড়বে সকাল ১০ টা ৩০ মিনিটে৷ সফর শেষ হবে বেলা দেড়টায়৷ দ্বিতীয় বাসটি ছাড়বে বেলা সাড়ে ১১টায়৷ সফর শেষ হবে আড়াইটে৷ ২৩ অক্টোবর সপ্তমী থেকে অনলাইন বুকিং হবে৷ এছাড়াও উত্তরবঙ্গে পর্যটন শিল্পকে চাঙ্গা করার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি৷ চা বাগানগুলিতে চা সুন্দরী যেমন করা হচ্ছে৷ তেমনই কিছুটা জায়গা পর্যটনের জন্য খুলে দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, পুজোয় সারা বাংলায় ভ্রমণ করুন৷ তবে সতর্কতা অবলম্বন করে৷ অবশ্যই মাস্ক পড়ুন৷ ফিজিক্যাল ডিসেন্টেন্সিং বজায় রাখুন৷ 

আরও পড়ুন- চিটফান্ড কাণ্ডে গতি আনতে কলকাতা থেকে সরানো হল ইডি-র স্পেশাল ডিরেক্টরকে

পুজোর আগে আরও একটি সুখবর শোনান মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, ১২ মার্চ থেকে ফ্লিপকার্ট লজিস্টিক হাব আমাদের রাজ্যে কাজ শুরু করেছে৷ ইতিমধ্যে ২ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে৷ অসংখ্য ছেলেমেয়ে চাকরি পেয়েছে এই হাবে৷ পাশাপাশি রাজ্যের তরুণদের জন্য আরও একটি উপহার রয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, উলুবেরিয়াতে রাজ্যের নিজস্ব লজিস্টিক পার্কে চালু হয়েছে নতুন অ্যামাজন লজিস্টিক হাব৷ এই হাব থেকেই থেকে তারা পূর্ব এবং উত্তর পূর্বে তাদের পরিষেবা পৌঁছে দেবে৷ ফলে ফ্লিপকার্ট ও অ্যামাজন মিলিয়ে ২০ হাজার ৫০ জন চাকরি পাবেন রাজ্যে৷ তাঁর কথায়, বাংলার কাছে এটা একটা বড় পাওনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *