করোনা যুদ্ধে রণংদেহী মমতা, নামবে সশস্ত্র পুলিশ, প্রশাসনকে কড়া হতে নির্দেশ

করোনা যুদ্ধে রণংদেহী মমতা, নামবে সশস্ত্র পুলিশ, প্রশাসনকে কড়া হতে নির্দেশ

কলকাতা: করোনার বিরুদ্ধে এবার রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ বাজারে ভিড় ও রেজ জোন নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

জানিয়ে দিয়েছেন, ভিড় এড়াতে বেশির ভাগ বাজার ফাঁকা মাঠে সরিয়ে দেওয়া হয়েছে৷ তাও কোথাও কোথাও ভিড় বাড়ছে৷ বাজার যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, তা নিশ্চিত করতেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘বাজারে ভিড় করা চলবে না৷ ভিড় যেন না দেখি৷ প্রত্যেক বাজারে স্যানিটাইজার রাখতে হবে৷ মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া যাবে না৷ একটি দোকানে পাঁচ জনের বেশি থাকতে পারবে না৷’’

বাংলায় করোনার গোষ্ঠী সংক্রমণের বিপদ রুখতে বেশ কিছু কড়া বার্তাও দিয়েছেন তিনি৷ বাজারে ভিড় বাড়লে বিপদ চলে আসতে পারে বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘কোনওভাবে গোষ্ঠী সংক্রমণ হতে দেওয়া যাবে না৷ রেড জোন এলাকায় প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামতে হবে৷ কেউ বাড়ির বাইরে বেরবেন না৷’’ হাওড়ার অবস্থা অতি স্পর্শকাতর৷ কলকাতায় রেড জোন রয়েছে৷ সেখানে কড়াকড়ি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷  

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী জেলার নাম ধরে ধরে প্রশ্ন করেন৷ পরিস্থিতি সামলাতে প্রয়োজনে কড়া হতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =