কলকাতা: মেট্রোয় আগুন-আতঙ্ক ও যাত্রী দুর্ভগের ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর থেকেই নজরদারি শুরু করলেন মুখ্যমন্ত্রী৷ পরিস্থিতি খতিয়ে দেখতে দুই মন্ত্রীকে হাসপাতালে পাঠানোর নির্দেশ মমতার৷ পুলিশ কমিশনারকে ঘর্টনাস্থলে যেতেও নির্দেশ দেন তিনি৷ ঘটনাস্থলে দমকলের ডিজি৷ গোটা পরিস্থিতির উপর নজরদারিরও নির্দেশ দেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে, মেট্রো দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ৷ দুর্ঘটনায় পর শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে এসএসকেএমে ভরি অন্তত ৪২ জন যাত্রী৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক৷
Aparajita Rai, Additional Deputy Commissioner on Kolkata metro fire: There are no casualties, 16 people have been injured, all have been taken to SSKM Medical College. It was an accident, there was a small spark in the front portion of the metro. pic.twitter.com/w1LDwu7kWm
— ANI (@ANI) December 27, 2018