জমি-বাড়ি কিনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: জমি-বাড়ি কিনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ এবার থেকে জমি-বাড়ির মিউটেশন সংক্রান্ত কাজ করাতে যেতে হবে না বিএলআরও অফিস৷ এখন থেকে বাড়িতে বসেই করা যাবে জমির মিউটেশন৷ আজ, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ আমরা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছি৷ এখন থেকে মিউটেশন করতে আর বিএলআরও অফিসে যে হবে না৷ অনলাইনের মাধ্যমেই করা যানে আবেদন৷’’ নয়া এই পরিষেবা

জমি-বাড়ি কিনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: জমি-বাড়ি কিনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ এবার থেকে জমি-বাড়ির মিউটেশন সংক্রান্ত কাজ করাতে যেতে হবে না বিএলআরও অফিস৷ এখন থেকে বাড়িতে বসেই করা যাবে জমির মিউটেশন৷ আজ, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ আমরা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছি৷ এখন থেকে মিউটেশন করতে আর বিএলআরও অফিসে যে হবে না৷ অনলাইনের মাধ্যমেই করা যানে আবেদন৷’’

নয়া এই পরিষেবা চালু হলে নতুন বাড়ি করছেন বা ফ্ল্যাট কিনছেন, তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন৷ মিউটেশন করাতে গিয়ে অনেককেই দালালের খপ্পরে পড়তে হয় বলেও অভিযোগ ওঠে৷ মিউটেশন সার্টিফিকেট পেতে গেলে পুরসভার কর্মীদের একাংশও বাড়তি অর্থ দাবি করেন৷ কিন্তু, গোটা বিষয়টি অনলাইনে হলে জমির মিউটেশন করতে সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে৷

‘বাধ্যতামূলক মিউটেশন’ বা নামজারির নতুন বিধি জারি করেছে রাজ্য৷ নতুন নিয়মবিধিতে নিজের নামে জমি মিউটেশন না-করিয়ে কোনও জমি বা বাড়ি বিক্রি করা যাবে না৷ মিউটেশন সার্টিফিকেট না-থাকলে করা যাবে না রেজিস্ট্রেশনও৷ ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে উত্তরাধিকারীকে আগে তাঁর ভাগের জমি মিউটেশন করাতে হবে৷ জমি বাবার নাম থেকে তাঁর (ছেলে বা মেয়ের) নামে আসার পরে তবেই তিনি জমি বিক্রি করার অধিকার পাবেন৷রেজিস্ট্রি করাতে পারবেন৷ নয়া এই ব্যবস্থায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + three =