স্বাস্থ্য ও পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাবেন বিশ্রাম

স্বাস্থ্য ও পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাবেন বিশ্রাম

3 stocks recomended

কলকাতা: করোনার বিরুদ্ধে দিনরাত এক করে লড়াই করছেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মীরা৷ এবার সেই সমস্ত করোনা যোদ্ধাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নের সাংবাদিক বৈঠক করে পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের ছুটির সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন৷

নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী আজ বিকালে সাংবাদিক বৈঠক করেন৷ সেখানে স্বাস্থ্যকর্মীদের ও পুলিশদের প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘আমাদের চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা ধরে কাজ করছেন৷ তাঁরা না পাচ্ছেন মানসিক বিশ্রাম, না পারছে শারীরিক বিশ্রাম৷ আমরা যদি ওঁদের যদি অল্টারনেটিভ ডে তে কাজ করতে বলি৷ যে ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল, সাতদিন কাজ করবেন, আর তাঁরা সাত দিন রেস্ট নেবেন৷ সাতদিন ধরে তাঁরা কাজ করবেন৷ পরবর্তী ৭দিন তাঁরা বিশ্রাম নেবেন৷ তাঁদের মাথা একটু মুক্ত থাকবে৷ একটু নিঃশ্বাস নেয়ার সুযোগ পাবেন৷ আরও একটু ভাবনার সুযোগ পাবে এবং তাঁরা আরও এনার্জি নিয়ে কাজ করতে পারনে৷ তাঁর ডবল এনার্জি নিয়ে কাজ করতে পারবেন৷ এটা আমি মুখ্যসচিবকে দায়িত্ব দিলাম, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে এটা ঠিক হবে৷’’

পুলিশকর্মীদের শ্রম সময় কমিয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘‘আমি পুলিশকেও বলব, ভেবে দেখতে৷ যদি পুলিশও ছুটি দিতে পারে না৷ যদিও আমরা পুলিশকে ৫২ দিনের একটা আলাদা পে দিয়ে থাকি৷ এই পরিস্থিতিতে ধরো, এখন ১২ ঘণ্টা ডিউটি করছে৷ ওঁদের তো ডিউটি ঠিক নেই৷ ওঁরাও তো মানুষ৷ ৬ ঘণ্টা করে দাও৷ ডিউটি শিফটিং করলে দাও৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =