এবার আরও মসৃণ হবে পথ, উড়ালপুল সহ একগুচ্ছ সড়ক প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার আরও মসৃণ হবে পথ, উড়ালপুল সহ একগুচ্ছ সড়ক প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা:  অন্তর্বর্তী বাজেটে শহরে উড়ালপুল এবং গ্রামাঞ্চলে রাস্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হল৷ গ্রামীণ এলাকায় ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির পাশাপাশি সংস্কার করা হবে ১০ হাজার কিলোমিটার রাস্তা।

আরও পড়ুন- নাড্ডার সমাবেশে আপত্তি নেই, মেলেনি রথ যাত্রার অনুমতি

এদিন মুখ্যমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, পরিকাঠামো উন্নয়নে সমস্ত গ্রামীন রাস্তাকে জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করা হবে৷ শহরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে৷ ভোটের আগে বিশেষ নজর দেওয়া হল নন্দীগ্রামে৷ নন্দীগ্রামে হলদি নদীর উপর একটি সেতু তৈরি করা হবে৷ যা হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে যুক্ত করবে৷ 

এছাড়াও কলকাতা থেকে বাসন্তী পর্যন্ত সড়ক পথ চার লেনে যুক্ত করা হবে৷ প্রগতি ময়দান থেকে বানতলা পর্যন্ত এবং বানতলা থেকে ঘটকপুরের কাছে ঘোষপুর পর্যন্ত রাস্তা চওড়া করা হবে৷ বিটি রোডের টালা থেকে ডানলপ পর্যন্ত এলাকা ছয় লেন বিশিষ্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণ করা হবে৷ এনএইচ ৩৪ এ বিমানবন্দরের গেট থেকে যশোর রোড এবং ভিআইপি রোড সংযুক্তিকরণের জন্য একটি উড়ালপুল তৈরি করা হবে৷ উল্টোডাঙ্গা ও বাঙ্গুর এ্যাভেনিউয়ের মাঝে তিন কিলোমিটার সংযোগকারী করিডর স্থাপন করা হবে৷  

উত্তরবঙ্গের জন্যেও একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে৷ কোচবিহার জেলার রায়ডাক ১ নম্বর নদীর উপর দুই লেনের ৯.৫০ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে৷ শিলিগুড়ি ও দার্জিলিং ভায়া মিরিখ সংযোগকারী পুরনো সেতুটির পরিবর্তে নতুন সেতু নির্মাণ করা হবে৷ রাজ্য হাইওয়ে ১৬-র উপর চ্যাংরাবান্দা, জামালদহ, মাথাভাঙা রাস্তাটি ৭৫ কিলোমিটার বাড়ানো হবে৷ 

আরও পড়ুন- ভোটের আগেই বদল কমিশনার, অনুজ শর্মার জায়গায় সৌমেন মিত্র

দক্ষিণ কলকাতায় রুবি থেকে কালিকাপুর উড়ালপুল নির্মাণ করা হবে৷ পথচারীদের জন্য থাকবে স্কাইওয়াক৷ সৈয়দ আমির আলি অ্যাভেনিউয়ে মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত একটি উড়ালপুল নির্মান করা হবে৷ ক্ষিদিরপুরে ৭৫ বছর পুরনো লোহার সেতুটির জায়গায় একটি নতুন সেতু করা হবে৷ সোনারপুরেও একটি উড়ালপুল নির্মাণ করা হবে৷ ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল নির্মিত হবে৷  

ফিজিবল হলে জীবনানন্দ সেতু থেকে টিপু সুলতান মসজিদের কাছে প্রিন্স আনওয়ার শাহ রোড বরাবর একটি উড়ালপথ তৈরি করা হবে৷ এছাড়াও উল্টোডাঙ্গা থেকে পোস্তা বাজার পর্যন্ত, পাইক পাড়া থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত উড়ালপথ নির্মিত হবে৷ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত তৈরি হবে উড়ালপথ৷ পথচারীদের জন্য পার্ক সার্কাস কানেক্টারে স্কাইওয়াক হবে৷ এর জন্য আগামী অর্থবর্ষে ২ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *