নয়াদিল্লি: অবসর নিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা৷ ভোট ঘোষণার দিন শেষ সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা৷ পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণার পর অবসর নিতে হল তাঁকে৷ আজ তাঁর পদের মেয়াদ শেষ হয়ে হয়েছে৷
সুনিল আরোরা পরবর্তী ওই পদের দায়িত্বে আসছেন সুশীল চন্দ্র৷ মঙ্গলবার দুপুরে উত্তরসূরি সুশীল চন্দ্রকে দায়িত্বভার বুঝিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ মঙ্গলবার থেকেই নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন সুশীল চন্দ্র৷ তিনি এই পদের দায়িত্বে থাকবেন২০২০ সালের ১৪ মে পর্যন্ত৷
মেয়াদকালে একাধিকবার বিতরকের সম্মুখীন হয়েছেন সুনিল আরোরা৷ একবার নির্বাচনে ইভিএম নিয়ে ঝুরঝুরি অভিযোগ উঠেছে৷ তবুও, সামলে গিয়েছেন তাঁর পদ৷ অবসরের ঠিক আগে দিন বাংলার মুখ্যমন্ত্রীর উপর প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে৷ ৫ রাজ্যের ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিচ্ছেন, তাতে কমিশনের কাজের ধারাবাহিকতায় কোনও ছেদ পরবে না তো? এর উত্তরে অবশ্য কমিশন সূত্রে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কমিশনে তো সার্বিক বদল হচ্ছে না৷ আর অরোরা অবসর নেবেন সে কথা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে৷ ফলে ধারাবাহিকতায় কোনও ছেদ পড়ার আশঙ্কা নেই৷
বিদায়বেলায় সুনিল আরোরার নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের শেষ সিদ্ধান্ত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করে দেওয়া৷ এই নিয়ে বঙ্গ রাজনীতিতে ছড়িয়ে উত্তেজনা৷ যদিও, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগেও বিতর্কে জড়ান সুনীলবাবু৷ বিতর্কিত লবিইস্ট নীরা রাডিয়ার সঙ্গে বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে তাঁর কথোপকথন নিয়ে গোটা দেশজুড়ে কম চর্চা কম হয়নি৷ বিতর্ক থাকলেও সামলেছেন ২০১৯ সালের সাধারণ নির্বাচন সহ ১১টি গুরুত্বপূর্ণ নির্বাচন৷ এবার সেই দায়িত্ব সামলে সরকারি পদাধিকারি হিসেবে মেয়াদ শেষ হল সুনীল অরোরার৷ তবুও রইল একরাশ বিতর্ক৷