করোনা রুখতে গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড গড়লেন মুখ্যমন্ত্রী

করোনা রুখতে গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড গড়লেন মুখ্যমন্ত্রী

imagesmissing

কলকাতা: করোনার জেরে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি৷ নোটবন্দির পর এবার গৃহবন্দি৷ করোনা মহামারী কেটে যাওয়ার পর কীভাবে রাজ্যের আর্থিক অবস্থার হাল উন্নতি করা যায়, তা নির্দিষ্ট করতে উপদেষ্টা কমিটি তৈরি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডে আপাতত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন৷ ওই বোর্ডে থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর ড. স্বরূপ সরকার৷ পরে বিশেষ ওই কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই কমিটির বিষয়ে আজ বিকেল পাঁচটা নাগাদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *