কলকাতা: হাই প্রোফাইল তরুণীদের সঙ্গে সম্পর্কের নামে ভুয়ো কল সেন্টার খুলে ৫৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা গ্রেপ্তার করল সেন্টারের মালিককে।
মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। বিচারক অভিযুক্তকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। মুখ্য সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, এর আগে এই মামলায় গত বছরে কসবা থেকে এই চক্রের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ৪৬ দিন হাজতবাসের পর সে জামিন পায়। সরকারি আইনজীবী জানান, কল সেন্টারের মালিক তথা এই ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ দীর্ঘদিন হন্যে হয়ে খুঁজছিল। তারমধ্যে সে গ্রেপ্তার এড়াতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানায়। সেই আবেদন খারিজ হতেই ওই অভিযুক্ত উত্তরপ্রদেশে গা ঢাকা দেয়। গোপন সূত্রে খবর পেয়ে সাইবার ক্রাইম থানার গোয়েন্দারা ওই তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।