কলকাতায় বসে আমেরিকায় প্রতারণা, ১২ লক্ষ ডলারের পর্দাফাঁস

কলকাতা: কর বাকি আছে৷ না মেটালে হবে জেল৷ জেলযাত্রা এড়াতে এখনই টাকা মেটান৷ না হবে বিপদ! ঠিক এমনই ফন্দি এঁটে কলকাতায় বসে সুদূর আমেরিকায় ফোন করে ১২ লক্ষ ডলারের পর্দাফাঁস পুলিশের৷ ভুয়ো কল সেন্টার খুলে মার্কিনিদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মহিলা-সহ পাঁচ৷ বিধাননগর সাইবার ক্রাইম থানার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেকবাগান ও খিদিরপুরের

3 stocks recomended

কলকাতা: কর বাকি আছে৷ না মেটালে হবে জেল৷ জেলযাত্রা এড়াতে এখনই টাকা মেটান৷ না হবে বিপদ! ঠিক এমনই ফন্দি এঁটে কলকাতায় বসে সুদূর আমেরিকায় ফোন করে ১২ লক্ষ ডলারের পর্দাফাঁস পুলিশের৷ ভুয়ো কল সেন্টার খুলে মার্কিনিদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মহিলা-সহ পাঁচ৷

বিধাননগর সাইবার ক্রাইম থানার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেকবাগান ও খিদিরপুরের হোটেলে হানা এক মহিলা-সহ পাঁচ ভিন রাজ্যের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের জেরা করে সল্টলেকে ভুয়ো কল সেন্টার সিল করে দেয় পুলিশ৷ ধৃতদের থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন থেকে হার্ড ডিস্ক ও প্রচুর বিদেশি নাগরিকের তথ্য৷ জানা গিয়েছে, কর মেটানোর নামে মার্কিনিদের ফোন করে হুমকি দেওয়া হত৷ করা হত প্রতারণা৷ মাসে ১ লক্ষ ডলার প্রতারণা করা হত৷ প্রায় এক বছর ধরে চলছে এই প্রতারণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =