চিটফান্ডের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু আদালতের, বিল হচ্ছ ফর্ম!

চিটফান্ডে টাকা রেখে সর্বস্ব খুয়িয়েছেন বাংলার কয়েক কোটি জনতা৷ প্রায় আট বছর হতে চললেও সঞ্চিত টাকা ফিরে পাননি প্রতারিত লগ্নিকারীরা৷ প্রতারিতরা টাকা না পেলেও এই নিয়ে কম হয়নি রাজনীতি৷ রাজনীতির রঙ লেগেছে চিটফান্ড তন্দন্তেও৷ একের এর এক তদন্ত কমিশন, শীর্ষ আদালতের নির্দেশে তদন্ত চললেও এখনও সমাধান পাননি দেশের কয়েক কোটি জনতা৷ এবার এই পরিস্থিতিতে আদালতের তত্ত্বাবধানে চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷

f664953114d67602f56bdd12b725f9eb

তমলুক: চিটফান্ডে টাকা রেখে সর্বস্ব খুয়িয়েছেন বাংলার কয়েক কোটি জনতা৷ প্রায় আট বছর হতে চললেও সঞ্চিত টাকা ফিরে পাননি প্রতারিত লগ্নিকারীরা৷ প্রতারিতরা টাকা না পেলেও এই নিয়ে কম হয়নি রাজনীতি৷ রাজনীতির রঙ লেগেছে চিটফান্ড তন্দন্তেও৷ একের এর এক তদন্ত কমিশন, শীর্ষ আদালতের নির্দেশে তদন্ত চললেও এখনও সমাধান পাননি দেশের কয়েক কোটি জনতা৷ এবার এই পরিস্থিতিতে আদালতের তত্ত্বাবধানে চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷

তমলুক আদালতের তত্ত্বাবধানে চিটফান্ড সংস্থা পিনকনের লগ্নিকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যেই প্রতারিত আমানতকারীদের ফর্ম বিলি ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী ২০ জানুয়ারির মধ্যে চিটফান্ড সংস্থা পিনকনের সমস্ত জমিজমা-সম্পত্তি বিক্রি করে প্রতারিত দেড় টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷

জানা গিয়েছে, তমলুক আদালতের তত্ত্বাবধানে সমস্ত আমানতকারীদের ফর্ম বিলি করার তা আগামী ২০ তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া৷ চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত৷ পূর্ব মেদিনীপুরে ৩৯ হাজার প্রতারিতদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে৷ আদালতের তত্ত্বাবধানে ভুক্তভোগী আমানতকারীদের ফর্ম খতিয়ে দেখার পর টাকা ফেরতের ব্যবস্থা করা হবে বলে আদালত সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *