BIG BREAKING: তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর, বহু নেতার পদ কেড়ে চমক মমতার

BIG BREAKING: তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর, বহু নেতার পদ কেড়ে চমক মমতার

কলকাতা: লক্ষ্য ২০২১ সালের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে এবার দল গঠনের দলের পুনর্বিন্যাস করল তৃণমূল৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷ সেখানে বাদ পড়েছেন অরূপ রায়৷ উল্লেখযোগ্যভাবে জঙ্গলমহল ধরে রাখতে ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটির আনা হয়েছে৷ তুলে দেওয়া হয়েছে পর্যবেক্ষক পদ৷ দায়িত্ব দেওয়া হয়েছে গুরুত্ব পেয়েছে লক্ষ্মীরতন শুক্লা  ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷ লোকসভা নির্বাচনে তৃণমূলের যেখানে ফলাফল খারাপ হয়েছে, সেখানে হয়েছে বদল৷

২১-এর নির্বাচনকে মাথায় রেখে দলে বেশকিছু রদবদল এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েকজন জেলা সভাপতিকে বসিয়ে দেওয়া হয়েছে৷ সবথেকে উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন ছত্রধর মাহাত৷ বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতি হচ্ছেন শ্যামল সাঁতরা৷ ঝাড়গ্রামে তৃণমূল জেলা সভাপতি হচ্ছেন দুলাল মুর্মু৷ পুরুলিয়ায় তৃণমূলের জেলা সভাপতি হচ্ছেন গুরুপদ টুডু৷ হাওড়া জেলায় অরূপ রায় কে সরিয়ে নতুন দায়িত্বে আনা হয়েছে লক্ষ্মীরতন শুক্লাকে৷ বাঁকুড়া জেলা সভাপতি হলেন শ্যামল সাঁতরা৷ রাজ্য কমিটিতে ছাত্রধার মহত ও  চূড়ামণি মাহাততে তুলে আনা হয়েছে৷ সুকুমার হাজরাকে রাজ্য কমিটি তুলে আনা হয়েছে৷ পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাত৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে ২১ জনের নতুন রাজ্য কমিটিতে আনা হয়েছে৷ নদীয়া জেলা সভাপতি হলেন মহুয়া মৈত্র৷ হাওড়া জেলা সভাপতি হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা৷

অন্যদিকে, কোচবিহারে তৃণমূলের সভাপতি হচ্ছেন পার্থপ্রতিম রায়৷ দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতির পদ থেকে অপসারিত হয়েছে অর্পিতা ঘোষ৷ ওই পদে বসেছেন গৌমত ঘোষ৷ অন্যদিকে একুশে নির্বাচনকে মাথায় রেখে ৭ জনের কোর কমিটি গঠন করেছে তৃণমূল৷ সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটিতে রয়েছেন৷ এছাড়াও কল্যাণ বন্দোপাধ্যায়, শুভেন্দু অধীকারী, ফিরাহাদ হাকিমকে কোর কমিটিতে আনা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =