কলকাতা: রাজধানী এক্সপ্রেস অপহরণের ঘটনার মূল চক্রী হিসেবে তাঁর নামই নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই মামলায় এখন শর্তসাপেক্ষে জামিন পেলেন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজ বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে। তারপরেই তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০০৯ সালে এই ঘটনা ঘটার ১১ বছর পর ২০২০ সালে তদন্ত হাতে নেয় এনআইএ। এর আগে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করেছিল। ৫০ পাতার চার্জশিটে নাম ছিল মাওবাদী নেতা কিষেনজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো-সহ ১৩ জনের। সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছিল। কিন্তু এই মামলায় এখনও কিছু অভিযুক্ত ফেরার। সেই প্রেক্ষিতে চার্জশিট দেয়নি এনআইএ। তাই ছত্রধর মাহাতোকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত।
যদিও এই জামিন দিয়ে আদালত ছত্রধরের ওপর কিছু শর্ত চাপিয়ে দিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঢুকতে পারবেন না তিনি। একই সঙ্গে, সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। প্রসঙ্গত, ২০০৯ সালে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ঝাড়গ্রামের কাছে হাইজ্যাক করেছিল মাওবাদীরা। সেই মামলায় ছত্রধরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।