কলকাতা: নারদ মামলায় আজ সকাল সকাল সিবিআই গ্রেফতার করেছে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র, প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। এদিকে গ্রেফতার করা হয়েছে তৎকালীন এসপি এস এম এইচ মির্জাকে। এদের সকলের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে বলেই জানিয়ে দিল সিবিআই।
তাদের তরফ থেকে জানানো হয়েছে, তৎকালীন চার মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নারদা মামলায় গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালের ১৬ এপ্রিল সিবিআই সঙ্গে সঙ্গেই মামলা রুজু করেছিল তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। সেই প্রেক্ষিতেই আজ চার্জশিট জমা পড়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ মতো এই কাজ করেছে সিবিআই। তাদের স্পষ্ট বক্তব্য, বাংলার নির্বাচনের রায় মানতে পারছে না বিজেপি। সেই কারণে প্রতিহিংসার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। এর পাশাপাশি এই একই মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
CBI arrested 4 then ministers(Firhad Hakim, Subrata Mukherjee, Madan Mitra & Sovhan Chatterjee) of West Bengal govt in case related to Narada sting operation. CBI had registered instant case on April 16, 2017, on orders of Calcutta High Court: RC Joshi, Chief Information Officer pic.twitter.com/q4ZDye0EcM
— ANI (@ANI) May 17, 2021
নারদ মামলায় রাজ্যের ২ মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে অবস্থানে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন তিনি৷ নিজাম প্যালেসের ১৫ তলায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, চার্জশিটে ১৩ জনের নাম রয়েছে৷ তাহলে বাকিদের বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হল না?