বধূ নির্যাতনের দায়ে শামির বিরুদ্ধে চার্জশিট

কলকাতা : এবার কি নিষ্পত্তির দিকে যাচ্ছে মহম্মদ শামির দাম্পত্য মামলা? ভারতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে বধূ নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিস৷ শামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে ৪৯৮ ও ৪৯৮ এ ধারায় চার্জশিট আলিপুর আদালতে পেশ করা হয়েছে। জামিন অযোগ্য ধারা রয়েছে চার্জশিটে। হাসিনের অভিযোগ, শামির বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে৷ প্রমাণ হিসেবে

বধূ নির্যাতনের দায়ে শামির বিরুদ্ধে চার্জশিট

কলকাতা : এবার কি নিষ্পত্তির দিকে যাচ্ছে মহম্মদ শামির দাম্পত্য মামলা? ভারতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে বধূ নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিস৷ শামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে ৪৯৮ ও ৪৯৮ এ ধারায় চার্জশিট আলিপুর আদালতে পেশ করা হয়েছে। জামিন অযোগ্য ধারা রয়েছে চার্জশিটে। হাসিনের অভিযোগ, শামির বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে৷ প্রমাণ হিসেবে সোশাল মিডিয়ার চ্যাটের বেশ কিছু স্ক্রিনশট দাখিল করেন তিনি। স্বামীর বিরুদ্ধে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন হাসিন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন শামি৷ তবে, বৃহস্পতিবার পুলিস আদালতকে জানায় মহম্মদ শামির বিরুদ্ধে আনা বেশ কিছু অভিযোগ প্রমাণিত। ওঁর ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য থেকে প্রমাণিত তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন। এই চার্জশিট পেশের পরে, শামির গ্রেফতারির সম্ভাবনা প্রবল হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =