কলকাতা: সকাল থেকে শুরু হওয়া কলকাতা পুরভোট নিয়ে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই কয়েকটি ঘটনার কথা সামনে এসেছে এবং একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তবে এবার বিতর্ক বিজেপি প্রার্থী সজল ঘোষকে নিয়ে। তাঁর কার্যালয় বন্ধ করে দিয়েছে পুলিশ বলে জানা গিয়েছে। ৫০ নম্বর ওয়ার্ডে এই নিয়ে উত্তেজনা।
জানা গিয়েছে, ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয়ে অবৈধ জমায়েত হচ্ছিল। এমনকি, নির্বাচনীবিধি ভেঙে দলীয় প্রতীক দেখা যাচ্ছিল সেখানে। সেই কারণেই এই কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বাগবাজারের শ্রীরামকৃষ্ণ হোমে হইহই সৃষ্টি হয় কারণ সেখানের প্রার্থী রূপা চৌধুরীকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আসলে এই কেন্দ্রে নির্দল প্রার্থীর এজেন্ট হয়েছেন খোদ প্রার্থী রূপা চৌধুরীই। তাঁকে বুথে বসানোর চেষ্টা করেন বিজেপি প্রার্থী। এনিয়ে নতুন করে অশান্তি সৃষ্টি হয়। একই ভাবে ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথে নির্দল প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আবার ব্রিজি এলাকার ১১০ নম্বর ওয়ার্ডের ১৭-২৫ নম্বর বুথে বাম এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ওয়ার্ডে অভিযোগ করা হচ্ছে যে তারা সিসিটিভি অকেজো করে দিচ্ছে বুথের। কাপড় দিয়ে সিসিটিভি ঢেকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। যদিও এই ধরণের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে শহরের সবকটি বুথে সিসিটিভি বসানো হয়েছে।