হলদিয়া: শিল্পনগরী হলদিয়ার দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হানা দিল আয়কর দপ্তরে আধিকারিকরা। বুধবার সকালে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার শেখ মুজাফফরে বাড়িতে হানা দেয়। একই বাড়িতে থাকেন শেখ মুজাফফরে ছেলে হলদিয়া পৌরসভার কাউন্সিলর ইনচার্জ শেখ আজগর আলি। এলাকায় দাপটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত শেখ আজগর৷
আয়কর দপ্তর হানার বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূল নেতা আজগর আলী। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বরা। সূত্রের খবর, বুধবার সকালে ১২ সদস্যের আয়কর দপ্তরের প্রতিনিধিদল তৃণমূল নেতা শেখ আজগর আলীর বাড়িতে আসেন। আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। শেখ মুজাফফরে অফিসে আধিকারিকরা হানা দেয় বলে জানা গেছে। আধিকারিকরা বাড়িতে তদন্ত করে দেখেন। যদিও এবিষয়ে আয়কর দপ্তরের কোন আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আয়কর দপ্তরের প্রতিনিধি হানা দিয়ে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূল নেতা শেখ আজগর আলী। তিনি দাবি করেন ” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চক্রান্ত। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই বিভিন্ন এজেন্সি কাজে লাগিয়ে হেনস্থা করছে। এইসব করে কোনও লাভ হবে না৷” যদিও এ বিষয়ে পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “আয়কর দপ্তর একটি কেন্দ্রীয় সংস্থা। কার বাড়িতে হানা দেবে, কোথায় যাবেন তারা নিজেরাই ঠিক করবেন। এর সঙ্গে কোন রাজনীতি দেখতে পাচ্ছি না। শুভেন্দু অধিকারীর উপর কেউ যদি মিথ্যা অভিযোগ করে থাকে, এটা সম্পূর্ণ অন্যায়৷’’