মালদহ: দুদিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করতে মালদহ যাবেন তিনি। তবে তাঁর সফরের আগেই মালদহ জুড়ে উত্তেজনা প্রবলভাবে ছড়িয়ে পড়ল কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি নেতার ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তেজনা চরমে, এ দিকে বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।
নাড্ডার সফরের প্রস্তুতি হিসেবে ইংরেজবাজার এলাকায় বেশ কিছু ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার লাগানো হয়েছিল। শুক্রবার গভীর রাতে কেউ বা কারা সেসব ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। স্বাভাবিক ভাবে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে কারণ সেই ফ্লেক্সের জায়গায় ঘাসফুল শিবিরের ফ্লেক্স লাগানো রয়েছে। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। রাজ্য সফরে এসে ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। তার আগে এই ঘটনায় উত্তাপ বেড়েছে রাজ্যে। উল্লেখ্য, মালদহে পৌঁছনর পর ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে যাবেন। সেখান থেকে পুরাতন মালদার সাহাপুরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে কৃষকদের সঙ্গে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর কৃষকদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারবেন জে পি নাড্ডা।
সবশেষে, ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে। এরপর নদিয়ার উদ্দেশে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নবদ্বীপে পৌঁছে যাবেন গৌরাঙ্গ জন্মস্থান আশ্রমে। এর আগে বঙ্গ সফরে এসে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। এবার যেন আর সে রকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে রথ যাত্রার অনুমতি না মিললেও তা যে করা হবে সে বিষয় আগে থেকেই জানিয়ে দিয়েছে বিজেপি শিবির। এদিকে জে পি নাড্ডার রোড শো চলাকালীন মালদায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল।