Aajbikel

পুলিশি বাধার মুখে সুজনরা, বচসা-ধস্তাধস্তিতে উত্তপ্ত জয়নগর

 | 
সুজয়

জয়নগর: তৃণমূল নেতার মৃত্যুতে সোমবার থেকেই উত্তাল দক্ষিণ ২৪ পরগণার জয়নগর৷ মঙ্গলবার জয়নগরের দলুয়াখাকি গ্রামে বাম প্রতিনিধি দল ঢোকার চেষ্টা করতেই হুলস্থূল। পুলিশ বাধা দেয় তাঁদের৷ সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্য়ায়রা গ্রামে ঢুকতে না পারায় পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয় তাঁদের৷ দফায় দফায় বচসায় জড়ান তাঁরা। হেলমেটধারী পুলিশকর্মীদের সঙ্গে সুজন চক্রবর্তীদের ধাক্কাধাক্কির ফুটেজ ছড়িয়ে পড়ে। সুজনকে বলতে শোনা যায়, ‘আমাদের কেন আটকাচ্ছেন? সব কিছুর একটা সীমা থাকা দরকার।’

বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢোকার চেষ্টা করতেই এদিন বাম প্রতিনিধি দলকে বাধা দেয় পুলিশ৷ গুদামের হাট সংলগ্ন রাস্তার মোড়ে আগে থেকেই উপস্থিত ছিল বারুইপুর পুলিশ৷  জেলার এসডিপিও, কুলতলির আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী৷ বাম প্রতিনিধিদলের গাড়ি বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকতেই তাঁদের পথ আটকায় পুলিশ৷ বাম নেতাদের পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ কিন্তু ফের তাঁদের ব্য়ারিকেড করে আটকে দেওয়া হয়৷ 

Around The Web

Trending News

You May like