সিপিএম উপড়ে ফেলল বিশ্ব বাংলার লোগো, আইন অমান্যকে কেন্দ্র করে ধুন্ধুমার

সিপিএম উপড়ে ফেলল বিশ্ব বাংলার লোগো, আইন অমান্যকে কেন্দ্র করে ধুন্ধুমার

39f9bd8977fec9266d8daedc5849e3aa

বর্ধমান: আইন অমান্য কর্মসূচি পালন করছিল সিপিএম। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তপ্ত হল বর্ধমান শহরের কার্জন গেট এলাকা। পুলিশের সঙ্গে বচসা থেকে শুরু করে লাঠিচার্জ, বিশ্ব বাংলা লোগো ভেঙে ফেলা থেকে কাঁদানে গ্যাস ছোঁড়া, সবই হল। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী এবং সিপিএম কর্মী আহত হয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শহরে

আসলে বাম কর্মী ও সমর্থকরা পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন মিছিল করে। তখনই তাদের বাধা দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে বচসা শুরু হয়। একপ্রস্থ ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফ থেকে জল কামান ব্যবহার করা হয়। কাঁদানে গ্যাসে শেলও ফাটানো হয়। অন্যদিকে বিশ্ব বাংলার লোগো উপড়ে ফেলেন সিপিএমকর্মীরা। পাশাপাশি, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। এরপরেই ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি একাধিক বাম সমর্থকদের আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এদিন সকাল থেকে একাধিক সভা ছিল সিপিএমের। বর্ধমানের বড়নীলপুর মোড় এবং স্টেশনে করা হয় দু’টি সভা। তারপরই মিছিল বের করা হয়। জেলাশাসকের দফতরের সামনে প্রায় পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। মিছিল আটকানোর জন্য ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ, সেটা ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *