ফল প্রকাশ হতেই দুষ্কৃতী হামলা, শান্তিপুরে ফের অশান্তি

ফল প্রকাশ হতেই দুষ্কৃতী হামলা, শান্তিপুরে ফের অশান্তি

 

নদীয়া: আশঙ্কায় সত্যি হল৷ ফল প্রকাশের পর ২৪ ঘণ্টাও পেরালো না৷ ফলাফল বেরানোর পর শুরু হল দুষ্কৃতী তাণ্ডব। দুটি বারোয়ারি কালী পুজোর মণ্ডপে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা৷ মারধর করা হয় বেশ কয়েকজনকে। আর সেই ঘটনার জেরে বুধবার ব্যাপক উত্তেজনা নদিয়ার শান্তিপুরের রামনগর মিস্ত্রী পাড়া এলাকায়। দুষ্কৃতীরা গ্রেফতার না হলে পুজো বন্ধের হুঁশিয়ারি এলাকাবাসীর।

উপ নির্বাচনে চার গোলে হেরেছে বিজেপি৷ শান্তিপুর বাদে বাকি তিনটি কেন্দ্রে জামানতও রক্ষা করতে পারেননি গেরুয়া প্রার্থীরা৷ অথচ সাধারণ নির্বাচনে এই শান্তিপুর থেকেই জয় এসেছিল বিজেপি প্রার্থীর৷ অভিযোগ, মঙ্গলবার ফল প্রকাশের পরই রাতে মাধব দাস নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রামনগর এলাকায় গিয়ে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নামে গালিগালাজ করে।

স্থানীয় মানুষজন সেই ঘটনার প্রতিবাদ করলে মাধব দাসের ছেলে বহিরাগত দুষ্কৃতীদের ডেকে এনে এলাকায় ব্যাপক বোমাবাজি করে ও বেশ কিছু বাড়ি ও এলাকার দুটি বারোয়ারি কালী পুজোর মণ্ডপে ভাঙচুর চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়৷ তাদের মধ্যে একজন শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সোচ্চার হয়েছেন রামনগর মিস্ত্রী পাড়া এলাকার মানুষজন।  তাঁদের বক্তব্য, পুলিশ যদি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার না করে তবে এলাকার দুটি পুজোই বন্ধ থাকবে। এভাবে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা মেনে নেওয়া হবে না৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে৷ এদিকে এহেন ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =