শোভন-বৈশাখীর রোড শো ঘিরে চরম অশান্তি, কালো পতাকা, ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ

শোভন-বৈশাখীর রোড শো ঘিরে চরম অশান্তি, কালো পতাকা, ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ

কলকাতা:  মহেশতলায় শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে চরম বিশৃঙ্খলা৷ তৃণমূলের বিক্ষোভ৷ দফায় দফায় জুতো, ঝাঁটা, কালো পতাকা দেখানো হল তাঁদের৷ রাস্তায় নেমে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী, সমর্থকরা৷ 

আরও পড়ুন- ‘এত ভয় যে আমাকে ছেড়ে বউকে টার্গেট করছে’, তোপ অভিষেকের

এদিন মহেশতলায় শোভন চট্টোপাধ্যায় ও বৈশাথী বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হতেই অশান্তি শুরু হয়৷ তৃণমূল কর্মীদের বিক্ষোভের মধ্যে দিয়েই মিছিল নিয়ে এগিয়ে যায় বিজেপি সমর্থকরা৷ পরিস্থিতি সামাল দিতে নাস্তানাবুদ হতে হয় পুলিশকে৷ 

একদিকে বিজেপি’র মিছিল অন্যদিকে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে ওঠে মহেশতলা৷ জানা গিয়েছে, গোপালপুরের কাছে বাইক ব়্যালি আটকায় পুলিশ৷ বলা হয়, রোড শো’র প্রথমেই শোভন-বৈশাখীর গাড়ি রাখতে হবে৷ যদিও তাতে রাজি হননি বিজেপি সমর্থকরা৷ নিরাপত্তার স্বার্থে তা সম্ভব নয় বলেই জানানো হয়৷ এদিকে, এই ঘটনার নিন্দায় সরব বিজেপি কর্মীরা৷ তাঁরা বলেন, জুতো দেখানোটা কোন সংস্কৃতি? 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছয় জায়গায় কালো পতাকা দেখানোর আগাম পরিকল্পনা করা হয়েছিল৷ শুধু কালো পতাকা নয়, জুতো ও ঝাঁটা হাতেও মহিলারা সামনে এগিয়ে আসেন৷ রাস্তায় একাধিক হোর্ডিংয়ে লাগানো হয় মহেশতলাবাসীর তরফে৷ সেখানে লেখা রয়েছে, ‘ছিঃ শোভন-বৈশাখী, তোমাদের আগমেন মহেশতলাবাসী লজ্জিত৷ তোমাদের ধিক্কার৷’ কোথাও আবার লেখা রয়েছে, ‘দুর্নীতিগ্রস্ত শোভন চট্টোপাধ্যায়৷’ ফুটপাতের উপর সারিবদ্ধ ভাবে মানুষদের কালো পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ কালো পতাকার সঙ্গে কিছু জায়গায় তৃণমূলের পাতাকও দেখা গিয়েছে৷ 

আরও পড়ুন- ‘দুধ মাঙ্গো ক্ষীর দেঙ্গে, বালি মাঙ্গো তো *** দেঙ্গে’, বৈশালীকে আপত্তিকর মন্তব্য মদনের!

যে সংখ্যক পুলিশ থাকার কথা, সেই সংখ্যক পুলিশ কিন্তু এদিন ছিল না৷ তারই মধ্যে যেখানে যেখানে কালো পতাকা দেখানো হচ্ছে, সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ৷ তাদের পরিস্থিতি সামলা দিতে বেগ পেতে হয়েছে৷ কারণ, এক দিনে তৃণমূলের কর্মী সমর্থক অন্যদিকে বৈশাখী–শোভনের মিছিল৷ সব মিলিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়৷ এরই মাঝে ওঠে বিজেপি হঠাও শ্লোগান৷  

এদিকে শোভন চট্টোপাধ্যায় বলেন, “রোড শো’তে বিপুল জনসমাগম দেখে আতঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল৷ ’ আবার খোঁচা দিয়ে বৈশাখী বলেন, ‘‘রং মিলান্তি উৎসব শুরু হয়ে গিয়েছে৷ আমার কালো শাড়ির সঙ্গে রং মিলিয়ে কালো পতাকা দেখানো হয়েছে৷ তাতে আমি খুশি৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 18 =