মধ্যরাতে RG Kar-এ ধুন্ধুমার, লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট, তছনছ জরুরি বিভাগ

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘রাত দখলে’র ডাক দিয়েছিলেন মহিলারা৷ মধ্যরাতের সেই শান্তিপূর্ণ কর্মসূচি বদলে গেল তাণ্ডবলীলায়। মিছিলের ভিড়ে মিশে…

RGkarH

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘রাত দখলে’র ডাক দিয়েছিলেন মহিলারা৷ মধ্যরাতের সেই শান্তিপূর্ণ কর্মসূচি বদলে গেল তাণ্ডবলীলায়। মিছিলের ভিড়ে মিশে একদল দুষ্কৃতী হামলা চালাল আরজি কর হাসপাতালে। পুলিশের ব্যারিকেড ভেঙে স্রোতের মতো তাঁরা ঢুকে পড়ে হাসপাতালের জরুরি বিভাগে। শুরু হয় ধ্বংসলীলা৷ ভাঙচুর৷ এই তাণ্ডবের জেরে লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। হামলা চালানো হয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা হাসপাতালে ঢুকেই সোজা জরুরি বিভাগের দিকে চলে যায়। টেবিল, চেয়ার থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে তাঁরা। চার তলার সেই সেমিনার হল, যেখান থেকে নির্যাতিতাপ দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে কিনা তা জানা যায়নি। তবে এই হামলার জেরে ওয়ার্ড ও নার্সিং স্টেশনে রাখা প্রচুর দামী দামী ওষুধপত্র নষ্ট হয়ে গিয়েছে৷ নষ্ট করা হয়েছে চিকিৎসা সরঞ্জাম৷ ভাঙা হয়েছে রোগীদের বেডও৷